জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতের মাটিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। একইসঙ্গে শুক্রবার রাতের দিকে  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টের জন্য দল বেছে নিলেন পাঁচ জাতীয় নির্বাচক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপর রোহিত শর্মার দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত চার ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে। 


আরও পড়ুন: East Bengal, ISL 2022-23: আবার ডোবাল খারাপ ডিফেন্স, ঘরের মাঠে এগিয়ে থেকেও জামশেদপুরের বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল


যেহেতু ব্যাক্তিগত কারণে কে এল রাহুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না, সেই কারণে কেএস ভরতকে দলের দ্বিতীয় উইকেটকিপার হিসাবে একদিনের দলে রাখা হয়েছে। টি-টিয়েন্টিতে স্টপগ্যাপ কিপার হিসেবে দলে এসেছেন জিতেশ শর্মা। এদিকে অসয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ৩৬৯ রান করলেও, পৃথ্বী টেস্ট দলে জায়গা পেলেন না। তিনি কিউইদের বিরুদ্ধে টি-টিয়েন্টি সিরিজের দলে আছেন। এদিকে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চোট সরিয়ে অস্ট্রেলিয়া সিরিজে কামব্যাক করলেন। তবে তাঁর মাঠে নামার শেষ মুহূর্তের ফিটনেসের উপর নির্ভর করছে। টেস্ট দলে সূর্য্কুমার যাদবকে সুযোগ দেওয়া হয়েছে। এটাও বেশ উল্লেখযোগ্য ঘটনা। 


আরও পড়ুন: Santosh Trophy 2023: ক্যাপ্টেন নরহরি শ্রেষ্ঠার জোড়া গোলে চারে চার, ছত্তিশগড়কে হারাল বাংলা


দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের দল..... 


রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক 


 



বহু প্রতিক্ষার পরে অবশেষে টি টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন পৃথ্বী। দলে জায়গা পেয়েছেন মুকেশ কুমারও। জিতেশ শর্মাকে উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে। এবার দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল..... 


হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ঈশান কিশান,  (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, উমরান মালিক , শিবম মাভি, পৃথ্বী শাহ,  মুকেশ কুমার


 



অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)