নিজস্ব প্রতিবেদন: নিজেদের ঘরে ডেকে নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করেছে বেন স্টোকসের ইংল্যান্ড। নিউজল্যান্ড এখন অতীত। স্টোকসদের সামনে এখন রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আগামী ১-৫ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতবছরের অসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু শুক্রবার থেকে। ভারতের বিরুদ্ধে কিউয়ি বধের দলই ধরে রেখেছে ইংল্যান্ড। শুধু এসেছেন স্যাম বিলিংস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে বেন ফোকস করোনা আক্রান্ত হওয়ায় বিলিংসের আগমন। কলকাতা নাইট রাইডার্সের এই উইকেটরক্ষক ফোকসের কভার।



ইংরেজ অধিপতি স্টোকস মাঠে নামার আগেই হুঙ্কার ছেড়েছেন। ভারতকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ক্রিকেট তাঁরা খেলেছেন, ভারতও দেখবে সেরকমই ক্রিকেট।লিডস টেস্ট জেতার পর স্টোকস সাংবাদিকদের বলেছেন, "আমি যা বলছি বিশ্বাস করুন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে মানসিকতা নিয়ে আমরা খেলেছি, ভারতের বিরুদ্ধেও থাকবে সেটা। বিগত তিন ম্যাচে যা করেছি শুক্রবার ইন্ডিয়ার বিরুদ্ধেও ঘটবে ঠিক এমনটাই"। টেস্টের পরেই  ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকেটে ডজন ম্যাচ খেলবে। হবে তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ। খেলা শুরু টেস্ট শেষ হওয়ার ঠিক দু'দিন পর ৭ জুলাই থেকে।


ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ফোকস, জ্যাক লিচ, অ্যালেক্স লিজ, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন, ম্যাথিউ পটস, অলি পোপ এবং জো রুট।


আরও পড়ুন: IRE vs IND: কী বলছে ডাবলিনের আকাশ! মঙ্গলের রাতে মালাহাইডে ৪০ ওভারের ম্যাচ হবে তো?


আরও পড়ুনVirat Kohli, Rohit Sharma: কেন ভারতের মহাতারকাদের উপর ক্ষুব্ধ বিসিসিআই? জেনে নিন