IND vs PAK, Asia Cup 2022: রবীন্দ্র জাদেজার বদলে কাকে পাক মহারণে চাইছেন প্রাক্তন ওপেনার? জেনে নিন
IND vs PAK, Asia Cup 2022: বাবর আজমদের বিরুদ্ধে গত ম্যাচে মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ। তাঁর বদলে মাঠে নেমেছিলেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। যদিও রবিবারের লড়াইয়ে পন্থকেই দেখতে চান জাফর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বদলি হিসেবে দীপক হুডাকে (Deepak Hooda) দেখতে চান ওয়াসিম জাফর (Wasim Jaffer)। হংকং-এর (Hong Kong) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ অলরাউন্ডার। সেইজন্য তাঁর পরিবর্ত হিসেবে অক্ষর প্যাটেলকে (Axar Patel) দলে নেওয়া হয়েছে। বাঁহাতি তরুণ অলরাউন্ডার অক্ষরকে নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়কের কোনও সমস্যা নেই। তবে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সুপার ফোরের লড়াইয়ে নামার আগে দীপক হুডাকেই (Deepak Hooda) প্রথম একাদশে দেখতে চাইছেন প্রাক্তন ডানহাতি ওপেনার।
চোটের জন্য চলতি এশিয়া কাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন জাদেজা। তাই শুক্রবার জাড্ডুর বদলি হিসেবে অক্ষরকে ফিরিয়ে আনা হয়েছে। বলা ভাল অক্ষরকে 'স্ট্যান্ডবাই' হিসেবে রাখা হয়েছিল। অন্যদিকে দীপক আগে থেকেই দলের সঙ্গে রয়েছেন। তাই এই অলরাউন্ডারের জন্য সওয়াল করে জাফর বলেন, 'আমি দীপককে পাকিস্তানের বিরুদ্ধে দেখার জন্য মুখিয়ে রয়েছি। সেটা নিয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমার মতে দীপককে সুযোগ দেওয়া হলে আমাদের ব্যাটিং আরও শক্তিশালী হবে। এমনিতেই পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী মানসিকতার ক্রিকেট খেলতে হবে। দিপক থাকলে সাত নম্বর পর্যন্ত আমাদের ব্যাটিং লম্বা হবে। তাছাড়া দীপকের বলের হাত বেশ ভাল। এগুলো মাথায় রাখা উচিত।'
আরও পড়ুন: Sourav Ganguly : কেন লেজেন্ডস ক্রিকেট লিগ থেকে সরলেন? জবাব দিলেন বিসিসিআই প্রধান
আরও পড়ুন: Serena Williams : ‘তুমিই সেরা, আমাদের অনুপ্রেরণা’, সেরেনাকে কুর্নিশ জানাল বিশ্ব
তবে একইসঙ্গে জাদেজার চোট নিয়েও চিন্তাপ্রকাশ করলেন জাফর। ৩৩ বছরের জাদেজা গত কয়েক বছরে একাধিক চোটে ভুগেছেন। সেই প্রসঙ্গে জাফর ফের বলেন, 'এটা অবশ্যই চিন্তার কারণ। পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা নিয়েছিল জাদেজা। যে ভাবে চার নম্বরে নেমে জাদেজা ম্যাচ ঘুরিয়ে দেয়, সেটা তারিফ করার মতো। তবে ওকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনাচিন্তা করার সময় এসে গিয়েছে। কারণ জাদেজা দেশের হয়ে সব ফরম্যাটে খেলে। ওর বয়স কমছে না। বরং বাড়ছে। তাই চোট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই বিষয়গুলো মাথায় রাখার দরকার।'
বাবর আজমদের বিরুদ্ধে গত ম্যাচে মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ। তাঁর বদলে মাঠে নেমেছিলেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। যদিও রবিবারের লড়াইয়ে পন্থকেই দেখতে চান জাফর। এই বিষয়ে যুক্তি দিতে গিয়ে টেকনিক্যাল দিক তুলে ধরেছেন তিনি। জাফর যোগ করেছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচের মতো এ বারও কার্তিককে দেখা যেতে পারে। তবে মনে রাখতে হবে যে জাদেজার অবর্তমানে দলে একজন বাঁহাতি ব্যাটার দরকার। সেক্ষেত্রে পন্থ সেরা বিকল্প। কারণ বিপক্ষে শাদাব খান ও মহম্মদ নাওয়াজের মতো দুটি স্পিনার আছে।'