জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শাহিন শাহ আফ্রিদি-র (Shaheen Shah Afridi) নেতৃত্বে পাকিস্তানের (Pakistan) বোলিং চ্যালেঞ্জে ফেলবে। টি-টিয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022)'মাদার অফ অল ব্যাটেল'-এর আগে সেটা স্বীকার করে নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী বাবর আজমদের (Babar Azam) অহেতুক বাড়তি সমীহ করার রাস্তায় হাঁটলেন না টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। শনিবার মেলবোর্নে আয়োজিত ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হিটম্যান দাবি করেন, ম্যাচের দিন কারা ভালো খেলে, সেটাই হল আসল বিষয়। একইসঙ্গে তাঁর দাবি এশিয়া কাপে (Asia Cup) দু'বার পাক দলের বিরুদ্ধে খেলার জন্য এবার ভারতের অনেক সুবিধা হবে। কারণ পাকিস্তানের শক্তি-দুর্বলতাগুলি মেপে নিতে পেরেছেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার চাপ প্রসঙ্গে রোহিত বলেন, 'চাপ শব্দটা ব্যবহার করতে চাইব না। কেননা চাপ সবসময়ই থাকে। এই পাকিস্তান দলটা খুবই চ্যালেঞ্জিং। যে সব পাকিস্তান দলের বিরুদ্ধে আমি খেলেছি, সব দলই ভালো ছিল। তবে বিষয়টা নির্ভর করে ম্যাচের দিনের পারফর্ম্যান্সের উপর। বিগত বেশ কিছু বছর ধরে সেটাই হয়ে আসছে।' 


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


রোহিত আরও বলেন, 'গত টি-টিয়েন্টি বিশ্বকাপের ম্যাচের দিনে পাকিস্তান ভালো ক্রিকেট খেলে। এশিয়া কাপেও ওরা ভালো খেলেছে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলা ভালো বিষয়। ওদের বিরুদ্ধে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না আমাদের। তাই ওদের শক্তি-দুর্বলতাগুলি মেপে নেওয়া গিয়েছে।' 


আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup 2022: পাকিস্তানে কি এশিয়া কাপ খেলতে যাওয়া উচিত? বাবরদের বিরুদ্ধে যুদ্ধের আগে রোহিতের বড় মন্তব্য!


আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup: মহারণের ৪৮ ঘন্টা আগে কেন রোহিত-বিরাটদের উপর চটলেন সুনীল গাভাসকর? জেনে নিন আসল কারণ


হিটম্যান আরও যোগ করেন, ‘আমরা জানি যে ওদের বোলিং আক্রমণ ভালো। আমাদের ব্যাটাররা যথেষ্ট অভিজ্ঞ। ম্যাচের জন্য এটা ভালো পরিস্থিতি এবং দর্শকদের জন্যও। তবে আমাদের কাছে ব্যাটিং-বোলিং সব বিভাগই গুরুত্বপূর্ণ। ফিল্ডিংয়ের কথাও ভুললে চলবে না। অস্ট্রেলিয়ার বড় মাঠে ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।' 


২০০৭ সালের টি-টিয়েন্টি বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত একাধিক আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছেন রোহিত। এরমধ্যে গত বছর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। গত বিশ্বকাপ থেকে দলে কী পরিবর্তন এসেছে? রোহিতের কথায়, 'দলের সকলকে স্বাধীনতা এবং নিরাপত্তা দেওয়া জরুরি ছিল। ওদের এটাই বার্তা ছিল, দলে জায়গা নিয়ে কোনওরকম দুশ্চিন্তা না করে ওরা খেলে যাক। মানসিক ভাবে কেউ ভালো জায়গায় থাকলে ভয়ডরহীন ভাবে খেলতে পারে। গত এক বছর জেতাটা আমাদের কাছে জরুরি ছিল না, বিশ্বকাপের প্রস্তুতিতেই নজর ছিল।' 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)