IND vs PAK: চাপে পড়ে সুর নরম, জয় শাহের সঙ্গে কথা বলতে নাজম শেঠি
দ্বিপাক্ষিক সিরিজ় খেলা না হওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধু এশিয়া কাপ এবং আইসিসি-র প্রতিযোগিতাই। গত বছর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাপে পড়ে ফের একবার সুর নরম করল পাকিস্তান (Pakistan)। চলতি বছর এশিয়া কাপ (Asia Cup 2023) নিজেদের দেশে আয়োজন করা নিয়ে প্রাক্তন পিসিবি (PCB) প্রধান রামিজ রাজা (Ramiz Raza) একরোখা মানসিকতা দেখালেও, জয় শাহের (Jay Shah) কাছে শেষ পর্যন্ত সুর নরম করলেন পাক ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজম শেঠি (Najam Sethi)। শোনা যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সভাপতি ও বিসিসিআই-এর (BCCI) সচিব জয় শাহের সঙ্গে তিনি দেখা করতে চান।
সংবাদ সংস্থা পিটিআই-এর দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবি-র এক আধিকারিক জানিয়েছেন, সেপ্টেম্বরে পাকিস্তানেই যাতে এশিয়া কাপ হয় সেই বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে অনুমতি চাইছেন নাজম। বৃহস্পতিবার দুবাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের উদ্বোধন। সেখানে যদি জয় আসেন তা হলে তাঁর সঙ্গেও কথা বলতে চান তিনি। যদিও এই ইস্যু নিয়ে এখনও বিসিসিআই কোনও মন্তব্য করেনি।
বিসিসিআই সচিব ও এসিসি সভাপতি জয় শাহ টুইটারে লিখেছিলেন, 'ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের অভাবনীয় প্রচেষ্টার ইঙ্গিত এই সূচি। সব দেশের ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রস্তুতি নিচ্ছে, এটি ক্রিকেটের জন্য ভালো সময়।' ২০২৩-২০২৪ সাইকেলের মধ্যে ১৪৫টি ওয়ানডে ও টি-২০ ম্য়াচ হবে। ২০২৩ সালে ৭৫টি ও ২০২৪ সালে ৭০টি ম্যাচ হবে। পুরুষদের অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ ফিরছে। চলতি বছর জুলাইয়ে আট দলের মধ্যে লড়াই হবে। পরেরবার ডিসেম্বরে এই টুর্নামেন্ট হবে টি-২০ ফরম্যাটে। তাঁর প্রকাশিত সূচি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের তিন দল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।
সেই বার্তার পর জয় শাহ-কে বিঁধেছিলেন নাজম শেঠি। পালটা টুইটারে লিখেছিলেন, 'একতরফা ভাবে ২০২৩ ও ২০২৪ সালের সূচি প্রকাশ করার জন্য ধন্যবাদ। তার মধ্যে এশিয়া কাপও রয়েছে, যেটা হওয়ার কথা পাকিস্তানে। যখন এতটাই করছেন তখন ২০২৩ সালের পাকিস্তান সুপার লিগের সূচিও তৈরি করে ফেলুন। আশা করছি তাড়াতাড়ি জবাব পাব।' তবে এখন শোনা যাচ্ছে চাপে থাকা নাজম তাঁর অবস্থান বদল করেছেন।
দ্বিপাক্ষিক সিরিজ় খেলা না হওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধু এশিয়া কাপ এবং আইসিসি-র প্রতিযোগিতাই। গত বছর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তবে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় রোহিত শর্মার দল। ফাইনালেও মুখোমুখি হতে পারত দুই দল। কিন্তু সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হারায় ভারত ফাইনালে উঠতে পারেনি। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জেতে শ্রীলঙ্কা। গত বারের মতোই এ বারেরও সূচিতে ভারত, পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। এবার দুই দেশের ক্রিকেট কর্তাদের এই কাজিয়া কতদূর গড়ায় সেটাই দেখার।