জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) মুকুটে যোগ হল নতুন পালক। রবিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোহিত গড়লেন নয়া রেকর্ড। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে সব মিলিয়ে (জাতীয় দল, ফ্র্যাঞ্চাইজি লিগ, ঘরোয়া ক্রিকেট) ৪০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন 'হিটম্যান'। এর আগে টিম ইন্ডিয়ার (Team India) আর কোনও ক্রিকেটারের সব মিলিয়ে ৪০০টি টি-টোয়েন্টি খেলার নজির নেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোহিত শর্মার খেলা ৪০০টি টি-টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যান: 


১৯১ - মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে


১৪১ *- ভারতের হয়ে


৪৭ - ডেকান চার্জার্সের হয়ে


১৭ - মুম্বইয়ের হয়ে


২ - ভারতীয়দের হয়ে


২ - ভারত এ দলের হয়ে


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ড ইতিমধ্যেই রোহিতের ঝুলিতে রয়েছে। এখনও পর্যন্ত ১৪১টি ম্যাচ খেলে শীর্ষে রয়েছেন তিনি। রোহিতের পর ভারতীয়দের মধ্যে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও দীনেশ কার্তিক ৩৫০-এর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক এখনও পর্যন্ত আইপিএল-এ ২২৭ টি ম্যাচ খেলছেন। তাঁর রান ৫৮০০। এরসঙ্গে পাঁচবার আইপিএল জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। 


আরও পড়ুন: Mohammed Shami : কোভিডকে হারিয়েই ফের আগুনে বোলিং! মাঠে নেমে রহিত-রাহুলদের বার্তা দিলেন শামি


আরও পড়ুন: Shikhar Dhawan, IND vs SA : 'গব্বর'-এর হাতে জাতীয় দলের দায়িত্ব, সুযোগ পেলেন বাংলার মুকেশ, শাহবাজ


সবেচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ভারতীয় ব্যাটার : 


রোহিত শর্মা - ৪০০* 


দীনেশ কার্তিক - ৩৬৮* 


বিরাট কোহলি - ৩৬১ 


এমএস ধোনি - ৩৫৩ 


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)