জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ ভাবেই ফিরে আসতে হয়। সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। বোলিং ফিগার (৪-০-৩২-৩)। গত ৪ সেপ্টেম্বর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2022) 'ডু অর ডাই' ম্যাচে আসিফ আলির (Asif Ali) লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছিলেন। সেই 'অপরাধ'-এর জন্য সোশ্যাল মিডিয়ার একশ্রেণির নেটিজেনদের কাছে তিনি হয়ে গিয়েছিলেন 'ভিলেন'। খালিস্তানদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে, এমন তকমা সেঁটে দেওয়ার চেষ্টা হয়েছিল। যদিও এত নেতিবাচক মন্তব্যের পরেও দমে যাননি পঞ্জাব তনয়। সেটা এ বার তিরুবনন্তপুরমে আয়োজিত দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে বুঝিয়ে দিলেন অর্শদীপ। তাঁর পেস ও সুইং-এর দাপটে ছারখার প্রোটিয়াসরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ফিরে আসা চোট নিয়ে টিম ইন্ডিয়া (Team India) চিন্তিত থাকলেও, দক্ষিণ আফ্রিকাকে একাই শেষ করে দিলেন অর্শদীপ । তাঁদের আগুনে পেস ও সুইং-এর দাপটে ৮ উইকেটে মাত্র ১০৬ রানে আটকে গেল প্রোটিয়াসদের ইনিংস। বাঁহাতি পঞ্জাব তনয় নিলেন ৩২ রানে ৩ উইকেট। ২৪ রানে ২ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গত করলেন দীপক চাহার (Deepak Chahar)। অক্ষর প্যাটেল একটি উইকেট নিয়েছেন। হর্ষল প্যাটেল নিলেন ২৬ রানে ২ উইকেট। দুই জোরে বোলারের দাপটে টিম ইন্ডিয়ার সামনে টার্গেট দাঁড়াল ১০৭ রানের। 


 


বাইশ গজে যথেষ্ট ঘাস ছিল। এরমধ্যে শিশির ফ্যাক্টর। সেটা মাথায় রেখেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন 'হিটম্যান'। তাঁর সিদ্ধান্তের মর্যাদা রাখলেন পঞ্জাব তনয়। তবে বিপক্ষকে প্রথম ধাক্কা দেন চোট সারিয়ে ফিরে আসা আর এক পেসার দীপক। প্রথম ওভারের শেষ বলে তেম্বা বাভুমার উইকেট উড়ে যায়। প্রোটিয়াসরা তখন ১ রানে ১ উইকেট।


                       pic.twitter.com/jYeogZoqfD



পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


এরপর আরও বড় ধাক্কা অপেক্ষা করছিল বিপক্ষের জন্য। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই ফের জাত চেনালেন অর্শদীপ। তুলে নিলেন বিপক্ষের তিনটি উইকেট। সেখানেই খেলা থেকে হারিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম বলেই বোল্ড হলেন কুইন্টন ডি কক। সেই ওভারের পঞ্চম বলটি বাইরে যাচ্ছিল। রিলে রসোউয়ের মতো ব্যাটার খোঁচা দিতেই বল গিয়ে জমা হয় ঋষভ পন্থের গ্লাভসে। ওভারের শেষ বলটি ছিল ক্রিকেটের পরিভাষায় 'আনপ্লেয়েবেল'। অর্শদীপের ভিতরে আসা 'বানানা সুইং' ভয়ঙ্কর ডেভিড মিলারের স্টাম্প উড়িয়ে দিল। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে তখন একেবারে ব্যাকফুটে প্রোটিয়াসরা। 


আরও পড়ুন: Jasprit Bumrah, IND vs SA : আবার কি হল! কেন মাঠে নামলেন না বুমরা? জানালেন রোহিত


আরও পড়ুন: Durga Puja 2022, Wriddhiman Saha : আমার ছেলেবেলা, আমার দুর্গাপুজো, আমার ক্রিকেট প্যাশন


সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৪২ রানে ৬ উইকেট হারায় বিপক্ষ। ফলে একটা সময় মনে হচ্ছিল ১০০ রানের মধ্যেই ইনিংস না শেষ হয়ে যায়। তবে কেশব মহারাজ এবং ওয়েন পার্নেল পালটা লড়াই চালিয়ে দলের রানকে একশ-র বেশিতে পৌঁছে দেন। নিজের শেষ ওভারে ১৭ রান দেন অর্শদীপ। ৩৫ বলে ৪১ রানের লড়াকু ইনিংস খেলে বোল্ড হন কেশব মহারাজ। পার্নেল করেন ২৪ রান। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)