ওয়েব ডেস্ক: ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের নায়ক শিখর ধাওয়ান। যদিও, ম্যাচে কম অবদান ছিল না, ভারত অধিনায়ক বিরাট কোহলিরও। শিখর ধাওয়ান যেমন ১৩২ রান করে অপরাজিত ছিলেন, তেমনই বিরাট কোহলিও খেলেন ৭০ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস। আর ডাম্বুলায় এই হাফ সেঞ্চুরির ইনিংসের দৌলতে বিরাট পিছনে ফেলে দিলেন সৌরভ গাঙ্গুলিকেও!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দুরন্ত রেকর্ড করলেন শিখর ধাওয়ান


একদিনের ক্রিকেটে রান তাড়া করতে নেমে বিশ্বে সবথেকে বেশিবার হাফ সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। রান তাড়া করতে নেমে তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা ৬৯। দ্বিতীয় স্থানেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস। তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা (রান তাড়া করতে নেমে) ৫০টি। এতদিন এই বিষয়ে তৃতীয় স্থানে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা ৪৪টি। রবিবার বিরাট কোহলি অপরাজিত ৮২ রান করে টপকে গেলেন সৌরভকে। এখন রান তাড়া করতে নেমে বিরাটের হাফ সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ৪৫টি।


আরও পড়ুন  এবার চিনের দুই ক্রিকেটারকে দেখা যাবে পাকিস্তান সুপার লিগে খেলতে