এবার চিনের দুই ক্রিকেটারকে দেখা যাবে পাকিস্তান সুপার লিগে খেলতে

Updated By: Aug 21, 2017, 02:45 PM IST
এবার চিনের দুই ক্রিকেটারকে দেখা যাবে পাকিস্তান সুপার লিগে খেলতে

ওয়েব ডেস্ক: আগামী বারের পাকিস্তান সুপার লিগে খেলতে দেখা যাবে চিনের দুই ক্রিকেটারকে। হ্যাঁ, ঠিকই পড়লেন। চিনের দুই ক্রিকেটারকে দেখা যাবে পাকিস্তান সুপার লিগে খেলতে। কীভাবে ব্যাখ্যা করবেন, এই বিষয়টাকে? ক্রিকেটে চিন রাতারাতি উন্নতি করে ফেলল নাকি, পাকিস্তানের সঙ্গে চিনের সম্পর্ক আরও গভীর হল?

আরও পড়ুন টেস্ট সিরিজের রেশ একদিনের ম্যাচেও, ডাম্বুলায় দাপটে জিতল ভারত

চিনের ক্রিকেটে ছেলে এবং মেয়েদের আলাদা-আলাদা দুটো দলই রয়েছে। তাঁরা কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও খেলেছে। যদিও ভাল দল হিসেবে, বিশেষ দাগ কাটতে পারেনি। যে দুই ক্রিকেটারের পাকিস্তান সুপার লিগে খেলার কথা, তাঁরা চিনের জাতীয় দলের ক্রিকেটারও বটে। পেশোয়ার জালমির প্রধান কর্তা সামনের মাসে বেজিংয়ে গিয়ে চুক্তিতে সই করিয়ে নিয়ে আসবেন, ওই দুই ক্রিকেটারের। এর পাশাপাশি, আগামিদিনে চিনের মাটিতে নিজেদের হোম ম্যাচ খেলার প্রস্তাবও দিতে পারে পাকিস্তান। যেহেতু, পাকিস্তানে প্রায় গত আট বছর ধরে কোনও দেশ ক্রিকেট খেলতে যায় না। তাই, তারা এতদিন সংযুক্ত আরব আমিরশাহীতেই নিজেদের হোম ম্যাচ খেলতো। এবার পাকিস্তান চাইছে, চিনের মাটিতে নিজেদের হোম ম্যাচ খেলতে।

আরও পড়ুন  আপনিও কি ভারতীয় ক্রিকেট দলকে সচিন তেন্ডুলকরের মতই সমর্থন করেন?

.