ভারতীয় মহিলা দল ৩১৭/৮
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল (৪০.৩/৫০ ওভার, টার্গেট ৩১৮) ১৬২
ভারতের মেয়েরা জয়ী ১৫৫ রানে
ম্যাচের সেরা স্মৃতি মন্ধনা (১১৯ বলে ১২৩)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব প্রতিবেদন: জয়ে ফিরল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়েই বিশ্বকাপের (ICC Women’s World Cup 2022) অভিযান শুরু করেছিল মিতালি রাজের (Mithali Raj) টিম ইন্ডিয়া (India Women)। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল দেশের মহিলা ব্রিগেড। নিউজিল্যান্ডের (New Zealand Women) কাছে ৬২ রানে হেরেছিল ভারত। শনিবার অর্থাৎ আজ ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারিয়ে ফের জয়ে ফিরল ভারত।


এদিন হ্যামিলটনের সিডন পার্কে (Seddon Park in Hamilton) ব্য়াট হাতে ঝড় তুললেন দেশের দুই তারকা ব্যাটার স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কউর (Smriti Mandhana and Harmanpreet Kaur)। তাঁদের জোড়া সেঞ্চুরিতে ভর করেই ভারত ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বিরুদ্ধে।স্মৃতি এদিন ওপেন করতে নেমে ১১৯ বলে ১২৩ রান করলেন। ১৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। পাঁচে ব্যাট করতে নেমে হরমনপ্রীত করলেন ১০৭ বলে ১০৯। ১০টি চার ও ২টি ছয় মারেন হরমনপ্রীত। একটা সময়ে ভারত ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে স্মৃতি-হরমনপ্রীত জুটি ম্যাচের গতিপ্রকৃতি বদলে দেন। চতুর্থ উইকেট পার্টনারশিপে দুই কন্যার ব্যাটে স্কোরবোর্ডে যোগ হয় ১৮৪ রান। তাঁদের সৌজন্যেই ভারত ৩০০ রানের গণ্ডি পার করতে পেরেছে।



ভারতের বিরাট রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালই করেছিল। দুই ওপেনার দিয়েন্দ্রা ডটিন ও হেলি ম্যাথিউজের ব্যাট ভর করে ক্যারিবিয়ানরা ১০০ রান তোলে স্কোরবোর্ডে। স্নেহ রানার বলে মেঘনা সিংয়ের হাতে ক্যাচ তুলে ফিরে যান ডটিন। ৪৬ বলে ৬২ রান করেন তিনি। কিন্তু এরপর ভারতীয় বোলারদের দাপটে কোনও ক্যারিবিয়ান ব্যাটারই আর ক্রিজে দাঁড়াতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মেরুন জার্সিধারীরা। ৪১ ওভারের মধ্যেই তাঁদের লেজ গুটিয়ে যায়। ১৬২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে রানা নিয়েছেন তিন উইকেট। মেঘনা পেয়েছেন জোড়া উইকেট। ঝুলন গোস্বামী, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার পেয়েছেন একটি করে উইকেট। মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় এক নম্বরে চলে এলেন বাংলার ঝুলন। তাঁর ঝুলিতে এখন ৪০টি উইকেট। ৩৯ বছরের দেশের অভিজ্ঞ জোরে বোলার টপকে গেলেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে (Lyn Fulltston)।  তাঁর ঝুলিতে আছে ৩৯টি উইকেট।


আরও পড়ুন: Women's World Cup, Mithali Raj: মেয়েদের বিশ্বকাপে অনন্য ইতিহাস মিতালি রাজের


আরও পড়ুন:  Women's World Cup: স্মৃতি-হরমনপ্রীতের জোড়া সেঞ্চুরিতে রেকর্ডের ছড়াছড়ি বিশ্বকাপে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)