নিজস্ব প্রতিবেদন: সেঞ্চুরিয়নের (Centurion) সুপারস্পোর্ট (SuperSport Park) পার্কে ইতিহাস লিখেছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত। দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে ভারত তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। ইংল্যান্ড (২০০০) ও অস্ট্রেলিয়ার (২০১৪) পর তৃতীয় সফরকারী দেশ হিসাবে ভারত আইকনিক এই সেঞ্চুরিয়নে টেস্ট জিতেছে এবং প্রথম এশীয় দেশ হিসাবে নজির গড়েছে টিম ইন্ডিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোটা টেস্ট জুড়েই আধিপত্য নিয়ে খেলেছে বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোং। ভারতের পারফরম্য়ান্সে মোহিত কিংবদন্তি প্রাক্তন প্রোটিয়া পেসার মর্নি মর্কেল (Morne Morkel)। সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মর্কেল বলেন, "ওয়েল ডান টিম ইন্ডিয়া। তারা এখন বিশ্বের এক নম্বর টেস্ট দল। ওরা এই জয়ের যোগ্য দাবিদার। দীর্ঘদিন ধরে ওরা কাজ করছে এই জায়গায় আসার জন্য। বিদেশের মাটিতে লড়াই করার জন্য তারা নিজেদের প্রস্তুত করেছে।" ভারতের আগুনে পেস বিভাগেরও প্রশংসা করেছেন মর্কেল। তিনি বলেন, "ওদের গেম প্ল্যান অত্যন্ত পরিস্কার। ওদের বোলাররা ২০টি উইকেট নিতে পারে। ওরা মুহূর্ত উপভোগ করুক। ওদের জন্য বিশেষ কৃতিত্ব। ভারত অবশ্যই এই সিরিজে এগিয়ে থাকবে।"


আরও পড়ুন: ACC U19 Asia Cup Final: চ্যাম্পিয়ন ইন্ডিয়া! এই নিয়ে আটবার


আগামী সোমবার অর্থাৎ ৩ জানুয়ারি জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরপর ১১ জানুয়ারি সিরিজের তৃতীয় ও অন্তিম টেস্ট খেলবে দুই দল। ১৯৯২-৯৩ মরশুমে মহম্মদ আজহারউদ্দিনের অধিনায়কত্বে প্রথমবার রামধনু দেশে গিয়েছিল ভারত। তবে গত ২৯ বছরে সেই দেশে টেস্ট সিরিজ জয় এখনও অধরা। মাত্র তিনটি টেস্ট জিতেছে 'মেন ইন ব্লু' ব্রিগেড। কোহলি যদি দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিততে পারেন তাহলে অনন্য ইতিহাস লিখবেন তিনি। প্রথম ভারত অধিনায়ক হিসাবে এই নজির গড়বেন তিনি। দেখা যাক কোহলি কী ইতিহাস লিখতে পারেন দক্ষিণ আফ্রিকার মাটিতে!


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App