জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2024) ভারতের দাপট চলছেই। সেমিফাইনালের পথে আরও এক ধাপ পা বাড়িয়ে রাখল হরমনপ্রীত কৌরের টিম ইন্ডিয়া (Team India)। প্রথম ম্য়াচে পাকিস্তানকে উড়িয়ে, রবিবার ডামবুলায় দ্বিতীয় ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহিকে (IND Women vs UAE Women), ৭৮ রানে হারাল ভারত। টানা দুই ম্য়াচ জিতেই এশিয়া কাপের শেষ চারের রাস্তা প্রশস্ত করল টিম ইন্ডিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টস হেরে প্রথমে ব্য়াট করে ভারত ৫ উইকেটে ২০১ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতের মেয়েরা এদিন সর্বাধিক স্কোর করল। এর আগে মুম্বইয়ে ২০১৮ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত করেছিল ৪ উইকেটে ১৯৮। সেই রেকর্ড ছাপিয়ে গেল ভারত। ভারতের রেকর্ডের পাশাপাশি রেকর্ড করলেন বঙ্গকন্যা রিচা ঘোষ। শিলিগুড়ির মেয়ে এদিন ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলে প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দেন।


আরও পড়ুন: স্মৃতিকে দেখতেই হুইল চেয়ারে মাঠে অনুরাগী, তারকার অপ্রত্যাশিত উপহারে চোখে জল...


এদিন ব্য়াট করতে নেমে পাঁচ ওভারের মধ্য়ে ভারতের ৫২ রানে চলে গিয়েছিল ৩ উইকেট। টপ অর্ডারে শেফালি বর্মা করেন ১৮ বলে ৩৭ রান। স্মৃতি মন্ধানা করেন ৯ বলে ১৩। তিনে নেমে দয়ালন হেমলতার ব্য়াট থেকে আসে ৪ বলে ২। চারে নেমে হরমনপ্রীত খেলেন ৪৭ বলে মারকুটে ৬৬ রানের ইনিংস। ৭টি চার ও ১টি ছয় মারেন তিনি।



ছয়ে নেমে রিচা কেড়ে নেন যাবতীয় লাইমলাইট। মাত্র ২৯ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন বাংলার মেয়ে। ২২০.৬৮-এর স্ট্রাইক রেটে মারেন ডজন চার। একটি মাত্রই ছয় মেরেছেন তিনি। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি এল এদিন রিচার। এর সঙ্গেই মহিলাদের এশিয়া কাপে ভারতের প্রথম উইকেটকিপার ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরি করলেন রিচা।


ভারতের রান তাড়া করে মরুদেশ ২০ ওভারে মাত্র ১২৩ রান তুলতে পারে ৭ উইকেটে। ভারতের হয়ে দুই উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। রেনুকা সিং, তনুজা কানওয়ার ও রাধা যাদব নিয়েছেন একটি করে উইকেট। ম্য়াচের সেরাও হয়েছে রিচাই।


আরও পড়ুন: 'নায়িকার সঙ্গে সম্পর্ক, খারাপ ছেলের ভাবমূর্তিতেই দলে'! মিসাইল ভারতীয় ক্রিকেটারের


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)