নিজস্ব প্রতিবেদন:  অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে লজ্জাজনক হার ভুলে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রস্তুতি শুরু করে দিল কোহলিহীন টিম ইন্ডিয়া। চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফিতে  (Border-Gavaskar Trophy) ০-১ এ পিছিয়ে ভারতীয় দল। সিরিজের বাকি তিন টেস্ট এবার লাল বলে। সিরিজের বাকি তিন টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন আজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের প্রস্তুতি  (Boxing Day Test) শুরু করে দিল টিম ইন্ডিয়া (Team India)। সেখানেই নজর কাড়লেন তরুণ শুভমান গিল (Subhman Gill)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন মেলবোর্নের নেটে বেশ সাবলীল দেখাল তরুণ শুভমান গিলকে (Subhman Gill)। ইঙ্গিত স্পষ্ট. মেলবোর্ন টেস্টে অভিষেক হতে চলেছে তাঁর। তবে পৃথ্বী শয়ের জায়গায় ওপেনিংয়ে নাকি মিডল অর্ডারে তিনি ব্যাট করবেন বিষয়টা এখনও স্পষ্ট নয়। এদিন বিসিসিআই (BCCI) টুইটারে গিলের (Subhman Gill) ব্যাটিংয়ের ভিডিয়ো পোস্ট করেছে। সাবলীল ব্যাটিং করতে দেখা গিয়েছে তরুণ ক্রিকেটারকে।


 



অ্যাডিলেডে ব্যর্থ পৃথ্বী শ কে (Prithvi Shaw) দীর্ঘক্ষন ব্যাটিং করতে দেখা গেল। মেলবোর্নে এদিন শুরুতে ব্যাটিং করলেন আজিঙ্কে রাহানে (Ajinkya Rahane) আর চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। প্রথম টেস্টের পর এই দুই সিনিয়র ক্রিকেটারদের উপর ম্যানেজমেন্ট সন্তুষ্ট নয়। তাই ফর্মে ফিরতে মরিয়া পূজারা-রাহানে। (MCG) মেলবোর্নে দ্বিতীয় টেস্টে বড় রান তোলার দায়িত্ব থাকবে এই দু'জনের উপরেই।


আরও পড়ুন- কিংবদন্তি Pele'র রেকর্ড ভাঙলেন Lionel Messi, আবেগে ভরা পোস্ট LM10-এর  


দীর্ঘক্ষণ সময় নিয়ে ব্যাটিং করলেন মায়াঙ্ক আগরওয়াল ( Mayank Agarwal)। উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) জায়গায় ঋষভ পন্থকে (Rishabh Pant)খেলানোর কথাও শোনা যাচ্ছে। চোট পাওয়ায় সিরিজের বাকি তিন টেস্টে নেই মহম্মদ শামি ( Mohammed Shami)। তাঁর পরিবর্তে মহম্মদ সিরাজ (Mohammad Siraj) না নভদীপ সাইনি (Navdeep Saini) খেলবেন তা এখনও স্পষ্ট নয়।



এদিকে হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja) দেখা গেল নেটে। বক্সিং ডে টেস্টে হনুমা বিহারির (Hanuma Bihari) পরিবর্তে খেলতে দেখা যেতে পারে তাঁকে।



আরও পড়ুন- Feroz Shah Kotla থেকে নিজের নামাঙ্কিত স্ট্যান্ড সরাতে বললেন Bishan Singh Bedi