Feroz Shah Kotla থেকে নিজের নামাঙ্কিত স্ট্যান্ড সরাতে বললেন Bishan Singh Bedi; ছাড়লেন সদস্যপদও

প্রসঙ্গত ২০১৭ সালের নভেম্বরে ফিরোজ শাহ কোটলার একটি স্ট্যান্ডকে বেদির নামে নামাঙ্কিত করা হয়। বেদি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি কখনোই অরুন জেটলির কাজ করার পদ্ধতি খুব একটা পছন্দ করতেন না এবং যখনই ঠিক মনে করেছেন তাঁর কাজের বিরোধিতা করেছেন।

Updated By: Dec 23, 2020, 03:40 PM IST
Feroz Shah Kotla থেকে নিজের নামাঙ্কিত স্ট্যান্ড সরাতে বললেন Bishan Singh Bedi; ছাড়লেন সদস্যপদও
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  

DDCA-এর বিরুদ্ধে ফের তোপ দাগলেন ভারতের প্রাক্তন স্পিনার বিষেন সিংহ বেদি (Bishan Singh Bedi)। ফিরোজ শাহ কোটলা (Feroz Shah Kotla) স্টেডিয়ামে অরুন জেটলির মূর্তি (Late Arun Jaitley ) বসানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দিল্লী ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশন (DDCA)। এই ঘটনার প্রতিবাদে স্টেডিয়ামের গ্যালারি থেকে তাঁর নাম সরানোর জন্য DDCA এর সভাপতি  রোহন জেটলিকে চিঠি লেখেন বেদি। একইসঙ্গে DDCA এর সদস্যপদও ত্যাগ করছেন বলে জানান তিনি।

অরুন জেটলির মূর্তি বসানোর সিদ্ধান্তকে নেপোটিজম আখ্যা দেন বেদি (Bishan Singh Bedi)। তাঁর মতে দিল্লীর ক্রিকেট এসোসিয়েশন চিরকালই সংস্থার থেকে ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে এসেছে যা তাঁর কাছে অত্যন্ত নিন্দনীয়।

আরও পড়ুন- Tokyo Olympics: বাড়ছে বাজেট, COVID-19 মোকাবিলায় বরাদ্দ ৯০০ মিলিয়ন ডলার

স্বর্গীয় অরুন জেটলির ছেলে রোহন জেটলিকে চাঁচাছোলা চিঠিতে তিনি বলেন, "আমি নিজেকে খুবই ধৈর্যশীল মানুষ বলে মনে করি। কিন্তু আমার মনে হয় DDCA এর ব্যাপারে আমি আর ধৈর্য্য রাখতে পারছি না এবং বাধ্য হয়েই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।"

প্রসঙ্গত ২০১৭ সালের নভেম্বরে ফিরোজ শাহ কোটলার একটি স্ট্যান্ডকে বেদির নামে নামাঙ্কিত করা হয়। বেদি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি কখনোই অরুন জেটলির কাজ করার পদ্ধতি খুব একটা পছন্দ করতেন না এবং যখনই ঠিক মনে করেছেন তাঁর কাজের বিরোধিতা করেছেন।

আরও পড়ুন-  কিংবদন্তি Pele'র রেকর্ড ভাঙলেন Lionel Messi, আবেগে ভরা পোস্ট LM10-এর  

.