নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার এজবাস্টনে দুই প্রতিবেশি দেশের লড়াই। মুখোমুখি ভারত-বাংলাদেশ। আজ জিতলেই শেষ চারের টিকিট কনফার্ম করে নেবে কোহলিরা। অন্যদিকে সেমি ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে আজ জিততেই হবে সাকিবদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে  টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিবার এজবাস্টনে রুটদের কাছে হারের পর ভারতীয় দলে প্রথম একাদশে একাধিক পরিবর্তন । বাদ পড়লেন কেদার যাদব ও কুলদীপ যাদব। দলে এলেন ভুবনেশ্বর কুমার ও দীনেশ কার্তিক। আগের ম্যাচেই ইংল্যান্ডের কাছে হেরে এবারের বিশ্বকাপে অপরাজিত তকমা হারিয়েছে কোহলি অ্যান্ড কোম্পানি। তাই বেঙ্গল টাইগারদের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক কোহলিরা।



৭ ম্যাচে ৭ পয়েন্ট বাংলাদেশের। আজ ভারতকে হারাতে পারলে সেমি ফাইনালের আশা জিইয়ে রাখবে বাংলাদেশ। সেক্ষেত্রে শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে পাশাপাশি অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগারদের।


আরও পড়ুন - ICC World Cup 2019: ভারত-বাংলাদেশ পরিসংখ্যানে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া! কিন্ত সতর্ক কোহলিরা