SRK Wristwatch In IPL 2024 Final: ৬০০০ কোটির মালিক তিনি, রাজার হাতঘড়ির দাম কত? দেশের কোনও CEO-র বেতনের দ্বিগুন!
SRK Wears Multicrore Richard Mille: আলোচনায় শাহরুখ খানের হাতঘড়ি। প্রতিবেদন পড়লেই বুঝবেন কেন এত আলোচনা হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের বাদশা তিনি। 'ভক্তের ভগবান' মেগাস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। অনেকেই নাকি বলেন যে, মহাবিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা তিনি। বিভিন্ন সূত্র বলছে যে, শাহরুখ প্রায় ৬০০০ কোটি টাকার মালিক। বৈভব তাঁর কাছে মাথার বালিশের মতো। খুব স্বাভাবিক ভাবেই শাহরুখ আর পাঁচজনের মতো নন, তিনি কোনও কিছু কিনতে গেলে না, প্রাইস ট্য়াগ দেখেন না। শাহরুখ শুধু জিনিসটি পছন্দ করেন। সেটি তার কাছে চলে আসে। রাজার হাবভাব তো এমনই হবে।
আরও পড়ুন: রাতের আঁধারে উদ্দাম রাসেল, অভিনেত্রীর সঙ্গে ভাঙলেন বাঁধ, ১১ সেকেন্ডেই তাঁদের...
নিজেকে চূড়ান্ত স্টাইলিশ দেখাতে শাহরুখ কোনও ত্রুটিই রাখেন না। বহুমূল্য়ের জিনিসেই নিজেকে সাজাতে পছন্দ করেন। মাথা থেকে পা পর্যন্ত শাহরুখকে মুড়ে রাখে বিদেশের তাবড় সব ব্র্য়ান্ড। সম্প্রতি চর্চায় এসেছে শাহরুখের হাতঘড়ি। আইপিএল ফাইনালে কেকেআর জেতার পর শাহরুখ চিপকে ভিকট্রি ল্য়াপ দিয়েছিলেন। আর তখনই শাহরুখের হাতঘড়ি সকলের নজরে এসেছিল।
এখন প্রশ্ন শাহরুখের হাতে কোন ঘড়ি শোভা পাচ্ছিল? নেটদুনিয়ায় কোনও তথ্য় সেকেন্ডের মধ্য়ে মানুষের কাছে চলে আসে। কিং খান আইপিএল ফাইনালে পড়েছিলেন Richard Mille কোম্পানির RM 052 Tourbillon মডেলের ঘড়িটি। রিচার্ড মাইল, বিখ্য়াত সুইস ঘড়ি নির্মাতা কোম্পানি। শাহরুখের এই ঘড়ির দাম ভারতীয় মুদ্রায় ৫ কোটি ৪৫ লক্ষ টাকার কাছাকাছি বলেই জানা যাচ্ছে। প্রায় ৬ কোটি টাকা বললেও অত্য়ুক্তি হবে না। ৬০০০ কোটি টাকার মালিকের কাছে যদিও এই দাম কোনও ফ্যাক্টর নয়। সবচেয়ে মজার ব্য়াপার হচ্ছে ভারতে একজন সিইও-র গড় বেতন প্রায় ৩ কোটি টাকা| মানে এসআরকে-র ঘড়ির দাম দেশের কোনও সিইও-র বেতনের দ্বিগুন।
সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে, কলকাতা নাইট রাইডার্স তৃতীয় বারের জন্য় আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে। গৌতম গম্ভীর কেকেআরে ফিরতেই কামাল করেছেন। ২০১২ ও ২০১৪ সালে অধিনায়ক হিসেবে কেকেআরকে ট্রফি জিতিয়ে ছিলেন তিনি। এবার তিনি টিম মেন্টর হিসেবে ট্রফি দিলেন। ১০ বছর পর কলকাতায় ট্রফি এল, কেয়ার অফ গম্ভীর!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)