অস্ট্রেলিয়া ৪৮০ ও ১৭৫/২ ডিক্লেয়ার
ভারত ৫৭১ 
ম্যাচ ড্র


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের সেরা- বিরাট কোহলি (১৮৬)


সিরিজের সেরা- আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজা


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy 2023) চতুর্থ তথা শেষ টেস্টের পঞ্চম দিনের খেলার পরিণতি কী হতে চলেছে তা, চতুর্থ দিনেই মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল। কোনও অত্য়াশ্চর্য কিছু না ঘটলে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) টেস্ট যে ড্র হবে, তা আগেই লেখা হয়ে গিয়েছিল। ঠিক যেমনটা হওয়ার ছিল, তেমনটাই ঘটল। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ড্র হয়ে গেল। সিরিজ ২-১ জিতে ট্রফি থাকল ভারতের কাছেই। 


গতকাল অর্থাৎ চতুর্থ দিনের শেষে ৯১ রানের লিড নিয়ে ভারত মাঠ ছেড়েছিল। অস্ট্রেলিয়া নাইটওয়াচম্যান হিসেবে ম্যাথিউ কুনেম্যান (০) ও ট্রাভিস হেডকে (৩) নামিয়েছিল। তাঁরা দিনের শেষ তিন রান যোগ করে অপরাজিত ছিলেন। এদিন কুনেম্যান ৬ রান করে আর অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে যান। তবে ক্রিজ কামড়ে পড়ে থাকেন হেড। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়ে তাঁর। ৯০ রানে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর মার্নাস লাবুশানে (৬৩) ও স্টিভ স্মিথ (১০) অপরাজিত ছিলেন। ১৭৫ রানে ২ উইকেট হারিয়ে তারা দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে, খেলা ড্র হয়ে যায়। দুই দলের খেলোয়াড়রা মাঠে নেমে একে অপরকে জড়িয়ে ধরে সিরিজের মধুরেণ সমাপয়েৎ করেন।



আরও পড়ুনVirat Kohli | BGT 2023: হল না ডাবল সেঞ্চুরি, ১৮৬-তে থামলেন কোহলি! ভারত তুলল ৫৭১


অন্যদিকে নিউজিল্যান্ড ভারতকে এদিন সকালে দিয়েছে এক অপ্রত্যাশিত উপহার। ক্রায়েস্টচার্চে নিউজিল্যান্ড রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই রোহিত শর্মাদের হাতে চল এসেছে ডব্লিউটিসি ফাইনালের কনফার্মড টিকিট। কেন উইলিয়ামসনের অসাধারণ অপরাজিত শতরানে ভর করেই এসেছে কিউয়িদের জয়। পঞ্চম দিন ভারত মাঠে নামার আগেই, এই টেস্টের ভাগ্যের সঙ্গে ভারতের ডব্লিউটিসি ফাইনাল খেলার আর কোনও যোগসূত্র থাকল না। শ্রীলঙ্কা পরের টেস্ট জিতলেও তাদের পয়েন্ট হবে ৫২.৭৮। অন্যদিকে আহমেদাবাদ টেস্ট ড্র হলে ভারতের পয়েন্ট হবে ৫৮.৮০। অর্থাৎ ক্লিয়ার উইনার হিসেবে ভারত চলে গেল ফাইনালে। আগামী ৭-১১ জুন লন্ডনের ঐতিহাসিক ওভালে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার খেতাবি লড়াইয়ে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এবার ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। আগামী ১৭ মার্চ মুম্বইতে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি রোহিত-প্যাট। এরপর ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ২২ মার্চ মুম্বইতে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)