India Qualify For WTC Final: 'চক দে ইন্ডিয়া', উত্তেজনার প্রহর শেষ, ফাইনালের টিকিট চলে এল রোহিতদের হাতে
India qualified for the World Test Championship final for the second successive time: প্রতীক্ষার অবসান। রহস্য-রোমাঞ্চে ভরা উত্তেজনার সপ্তাহ শেষ। রোহিত শর্মার ভারত চলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এই নিয়ে টানা দু'বার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তাহব্যাপী সাসপেন্সের মোক্ষম পর্ব অবশেষে মিটল। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) উঠল ভারত। সোমবার ক্রায়েস্টচার্চে নিউজিল্যান্ড রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে (New Zealand vs Sri Lanka) হারাতেই রোহিত শর্মাদের (Rohit Sharma) হাতে চল এল ডব্লিউটিসি ফাইনালের কনফার্মড টিকিট। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy 2023) চতুর্থ তথা শেষ টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad)। এই টেস্টের ভাগ্যের সঙ্গে আর ভারতের ডব্লিউটিসি ফাইনাল খেলার আর কোনও সমীকরণই কাজ করবে না। শ্রীলঙ্কা পরের টেস্ট জিতলেও তাদের পয়েন্ট হবে ৫২.৭৮। অন্যদিকে আহমেদাবাদ টেস্ট ড্র হলে ভারতের পয়েন্ট হবে ৫৮.৮০। অর্থাৎ ক্লিয়ার উইনার হিসেবে ভারত চলে গেল ফাইনালে। আগামী ৭-১১ জুন লন্ডনের ঐতিহাসিক ওভালে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার খেতাবি লড়াইয়ে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
আরও পড়ুন: IND vs AUS: ওয়ানডে শুরুর আগেই বুক ভাঙল ভারতের, সম্ভবত ছিটকে যাবেন এই তারকা ব্যাটার!
২০২১ সাইকেলে বিরাট কোহলির ক্যাপ্টেনসিতে ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে আইসিসি মেস উঠেছিল নিউজিল্যান্ডের হাতেই। শেষ হাসি হেসেছিলেন কেন উইলিয়ামসন। মজার ব্যাপার হচ্ছে যে, উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ভারতীয় দল, বিশ্ব টেস্ট ফাইনাল হেরেছিল, এবার সেই উইলিয়ামসনের সেঞ্চুরিতেই ভারত ফাইনালে গেল। ক্রায়েস্টচার্চে শ্রীলঙ্কা দুই ইনিংস মিলিয়ে ৩৫৫ ও ৩০২ রান তোলে। দ্বিতীয় ইনিংসে কিউয়িরা ৩৭৩ ও ২৮৫ করে ২ উইকেটে রুদ্ধশ্বাস টেস্ট জিতে নেয়। দ্বিতীয় ইনিংসে কেন অপরাজিত ১৯৪ বলে ১২১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্টের দিকে ভারতীয় ফ্যানদের চোখ ছিল। কারণ শ্রীলঙ্কা দারুণ লড়াই করে ফাইনাল খেলার দাবিদার হয়ে উঠছিল। কিন্ত শেষপর্যন্ত বৃষ্টি বাধ সাধায় আর দ্বীপরাষ্ট্রের দেশ পেরে ওঠিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
চলতি বছর ভারতের সামনে জোড়া আইসিসি ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর, অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে রয়েছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। সাল ২০১৩। এমএস ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর পেরিয়ে গিয়েছে পাক্কা ন'টি বছর। একবারও আইসিসি-র কোন ট্রফি স্পর্শ করতে পারেনি বিরাট বা রোহিতের ভারত। বারবার আইসিসি-র ইভেন্টে চোক করেছে টিম। এখন দেখার, ভারতের ভাগ্যের চাকা ঘোরে কিনা!