নিজস্ব প্রতিবেদন : শনিবার রাজকোটে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজ রাজকোটেই জিতে নিতে চাইছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শেষবার ২০১২-১৩ সালে কোনও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ''দাদা আপ ডরো মত্, ম্যায় ম্যাচ উইন করকে দুংগা!''


পাঁচ বছর পর ফের টি-টোয়েন্টি সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ভারত। দিল্লিতে প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে টিম ইন্ডিয়া। দিল্লিতে যেভাবে ভারতীয় দল সব বিভাগে দাপট দেখিয়েছিল তাতে মনে করা হচ্ছে রাজকোটে জিতে সিরিজ জিতে যাবে ভারত। অবশ্য নিউজিল্যান্ডের কাছে অবিশ্বাস্য কিছু আশা করা যেতেই পারে। কিন্তু ভারতীয় ব্যাটসম্যান এবং বোলারদের ফর্ম দেখে এই ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। সিরিজ জয়ের নির্ণায়ক ম্যাচ বলে শনিবারের ম্যাচে দলে পরিবর্তনের সম্ভাবনা কমই। পাঁচ বছর আগে কোনও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। তাই এবার ৭ নভেম্বর শেষ টি-টোয়েন্টি ম্যাচের অপেক্ষা না করে, রাজকোটেই সিরিজ পকেটে পুড়তে চাইছে কোহলি ব্রিগেড।