জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নীরজ চোপড়া অলিম্পিক্স সোনা-রুপো না পেলে হয়তো, বহু দেশই জানতেই পারত না যে ভারতেও জ্যাভলিন থ্রোয়াররা আছেন। কিংবদন্তি নীরজের ঐতিহাসিক কৃতিত্বের পরেই এই দেশের মাটিতে জ্যাভলিন বিপ্লব হয়েছে। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক বর্শামঙ্গল উৎসব। বিশ্বমানের জ্যাভলিন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন (AFI)। মঙ্গলবার জানিয়ে দেওয়া হল ঘোষণা করে। নীরজ স্পর্শেই আলোকিত হতে চলেছে ভারতের প্রথম গ্লোবাল জ্যাভলিন প্রতিযোগিতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: উল্কার মতো উত্থান, ১৫ ম্যাচে ১৪৭৮ রানেই লটারি! গিলকে গদিচ্যুত করে হচ্ছেন নয়া ওপেনার


বিদায়ী এএফআই সভাপতি আদিল সুমারিওয়ালা এদিন জানিয়েছেন যে, ভারত ২০২৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ২০২৭ সালে বিশ্ব রিলে আয়োজন করতে আগ্রহ প্রকাশ করে, ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছে। গত বছর নভেম্বরে আন্তর্জাতিক জ্যাভলিন সংস্থার প্রধান সেবাস্তিয়ান কো যখন ভারত সফরে এসেছিলেন, তখনই এএফআই তাঁকে এও জানিয়েছিল যে, ভারত ২০২৮ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপও আয়োজন করতে আগ্রহী। 


এএফআই প্রধান হিসেবে ১২ বছরের কাজের মেয়াদ শেষ হতে চলেছে সুমারিওয়ালার। তিনি এদিন বার্ষিক সাধারণ সভায় বলেন, 'চলতি বছরের শেষে ভারতে প্রথমসারির জ্যাভলিন প্রতিযোগিতা হবে। বিশ্বের প্রথম ১০ জ্যাভলিন থ্রোয়ার সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ইভেন্ট হতে চলেছে আমন্ত্রণমূলক। ইভেন্টটি আয়োজনকারী দলের অংশ হিসেবে থাকবেন নীরজ চোপড়া। জেএসডব্লিউ ও একটি বিদেশি ফার্মের সঙ্গে জুটি বেঁধে এই ইভেন্ট আয়োজন করছে এএফআই। এই দেশে এখন জ্যাভলিন নিয়ে প্রচুর আগ্রহ। ৭ অগস্ট নীরজ টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, ওই দিনটি জাতীয় জ্যাভলিন দিবস হিসেবে পালন করা হচ্ছে।'


এদিন এজিএম শুরুর ঠিক আগে নতুন এএফআই প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয় বাহাদুর সিং সাগুকে। ২০০২ এশিয়াডে শট পুটে সোনা জয়ী বাহাদুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হয়েছেন।


আরও পড়ুন: 'খুবই ওভাররেটেড', শুভমনের রাস্তায় পড়ল বোল্ডার! আগরকরকে ৩ বিকল্প তারকার সুপারিশ...


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)