Indian Star Set For ODI Debut As Opener: উল্কার মতো উত্থান, ১৫ ম্যাচে ১৪৭৮ রানেই লটারি! গিলকে গদিচ্যুত করে হচ্ছেন নয়া ওপেনার
1/5
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
2/5
ওপেনার হিসেবে ওডিআই অভিষেকের পথে যশস্বী!
রোহিত শর্মার নেতৃত্বে পঞ্চাশ ওভারের ক্রিকেটে আসন্ন দুই সিরিজে কারা খেলতে চলেছেন, তা একপ্রকার ঠিকই হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে আর কয়েক দিনেই দল ঘোষণা করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই দলে থাকতে চলেছে একটাই বিরাট চমক। জানা যাচ্ছে এবার ওডিআই অভিষেক হতে চলেছে যশস্বী জয়সওয়ালের। কারোর মতে শুভমন গিলকে গদিচ্যুত রোহিতের ওপেনিং পার্টনার হতে পারেন যশস্বী। আবার কারোর মতে যশস্বী হতে চলেছেন দলের তৃতীয় ওপেনার।
photos
TRENDING NOW
3/5
অস্ট্রেলিয়া সফরে যশস্বী জয়সওয়াল
ভারতীয় ত্রিকেটে উল্কার মতোই উত্থান ২৩ বছরের মুম্বইকরের। টেস্ট এবং টি-২০ আই-তে ধারবাহিক ভাবে আগ্রাসী ও ভয়ডরহীন ক্রিকেট খেলে চলেছেন যশস্বী। এবার তারই পুরস্কার পেতে চলেছেন যশস্বী। ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের! ভারতের চরম ব্যাটিং ভরাডুবিতেও একমাত্র উজ্জ্বল ছিলেন যশস্বী। ১০ ইনিংসে ৪৩-এর গড়ে তিনি করেছেন ৩৯১ রান। ভারতের হয়ে সিরিজের সর্বাধিক রানশিকারি ১০ ইনিংসে সেঞ্চুরির (১৬১) সঙ্গেই পেয়েছেন জোড়া অর্ধ-শতক।
4/5
ডান হাতি ও বাঁ-হাতি ওপেনিং জুটি!
যশস্বীর অন্যতম সুবিধাই হল তাঁর আগ্রাসী বাঁ-হাতি ব্যাটিং, যা ভারতীয় দলকে ওপেনিংয়ে একটা ভারসাম্য এনে দেবে। বাম-ডান ওপেনিং সবসময় অনকে বেশি কার্যকরী। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হাইভোল্টেজ টুর্নামেন্টে ভারত যদি রোহিত-যশস্বীকে দিয়ে ওপেন করায়, তাহলে কৌশলগত ভাবে ভারত এগিয়েই থাকবে। বলাই বাহুল্য় যে কোনও রকমের বোলারকে মোকাবেলা করার ক্ষেত্রে ভারতের ওপেনিং অর্ডার হয়ে উঠবে বিধ্বংসী। টেস্ট ক্রিকেট যে জুটিকে দেখে ফেলেছে আগেই। এবার ওডিআই-তে দেখার অপেক্ষা।
5/5
যশস্বী জয়সওয়ালের আন্তর্জাতিক কেরিয়ার
আন্তর্জাতিক আঙিনায় যশস্বীর মাত্র ২ বছরের অভিজ্ঞতা। তিনি এখনই তাঁর জাত চিনিয়ে দিয়েছেন। ২০২৪ সালে ক্রিকেটের দুই ফরম্য়াট মিলিয়ে ১৫ ম্যাচে ১৪৭৮ রান করেছেন ৫৪.৭৪ এর গড়ে। এখনও পর্যন্ত ১৯টি টেস্টে তাঁর রান ১৭৯৮, ২১৪ রানের সর্বাধিক ইনিংস-সহ তাঁর ঝুলিতে আছে চারটি শতরান, ১০টি অর্ধ-শতরান। দেশের জার্সিতে ২০ ওভারের ক্রিকেটে যশস্বী এখনও পর্যন্ত ২৩ ম্যাচে করেছেন ৭২৩ রান। রয়েছে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি
photos