নিজস্ব প্রতিবেদন: জুনে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা (South Africa Tour Of India 2022)। আইপিএলের হাত ধরে ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে ভারত। সদ্যসমাপ্ত আইপিএলে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রাপ্তি হার্দিকের প্রত্যাবর্তন। এই নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। বিগত কয়েক মাসে যেন এক নতুন হার্দিককে দেখেছে বাইশ গজ। ব্য়াটে-বলে অলরাউন্ড পারফর্মই করেননি তিনি। গুজরাত টাইটান্সকে জিতেয়েছেন আইপিএল খেতাবও।


হার্দিককে টি-২০ বিশ্বকাপের আগে শুধু দেশের জার্সিতে, কুড়ি ওভারের ফর্ম্যাটে দেখা যাবে বলেই মনে করছেন তাঁর প্রাক্তন গুরু রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ বড় কথা বলে দিলেন এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে। শাস্ত্রী বলেন,"হার্দিক ব্যাটার বা অলরাউন্ডার হয়ে টিমে ফিরবে। হার্দিক দু'ওভার বল করতে পারবে না বলে, মনে হয় না। ওর চোট সেরকমও গুরুতর নয়। ও যথেষ্ট বিশ্রাম নিয়েছে। ও আরও বিশ্রাম পাবে। আমার মনে হয় টি-২০ বিশ্বকাপের আগে হার্দিককে ওয়ানডে খেলানোর ঝুঁকি নেবে না ভারত। ও একা দু'জনের কাজ করে দেয়। ব্যাটার হিসাবে চার বা পাঁচে ও ব্যাট করবে। তবে ও অলরাউন্ডার। পাঁচ-ছয়ে ব্যাট করতে পারে। দুই-তিন ওভার বলও করে দেবে।" 


গতবছর টি-২০ বিশ্বকাপে রীতিমতো বিবর্ণ দেখিয়েছিল হার্দিককে। ফিটনেস এবং ফর্ম এই দুই ইস্যুতেই নাজেহাল হয়েছিলেন টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার। ঘরের মাটিতে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ পাননি তিনি। ভদোদরার হয়ে বিজয় হাজারে ট্রফিও খেলেননি তিনি। আইপিএলের হাত ধরেই দুরন্ত প্রত্যাবর্তন করলেন তিনি।


আরও পড়ুন: Gerard Pique-Shakira: ১২ বছরের সম্পর্কে ইতি টানলেন পিকে-শাকিরা


আরও পড়ুন Deepak Chahar: মধুচন্দ্রিমায় দাদাকে বিশেষ পরামর্শ বোনের!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)