নিজস্ব প্রতিবেদন: গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) তৃতীয় রাউন্ডে জায়গা করে নিল ভারতীয় দল। পরের ধাপে যাওয়ার জন্য ভারতের মাত্র ১ পয়েন্টের প্রয়োজন ছিল। মঙ্গলবার সন্ধ্যায় দোহার জাসিম বিন হামিদ স্টেডিয়াম থেকে কাঙ্খিত পয়েন্টটি তুলে আনলেন সুনীল ছেত্রীরা। গত শুক্রবার ওমান ২-১ হারিয়েছিল আফগানিস্তানকে। ফলে এএফসি এশিয়ান কাপে ভারতীয়দের যাওয়ার কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। গ্রুপ ই-তে তিনে শেষ করল ইগর স্টিম্যাচের শিষ্য়রা। কাতার, ওমানের পরেই থাকল ভারত।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ফ্রি কিকের সংখ্যায় এগিয়ে Messi, পিছনে Ronaldo, সর্বকালের সেরাদের তালিকায় কারা?


প্রথমার্ধে গ্লেন মার্টিন্স একটা দুর্দান্ত গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে ভারতকে এগিয়ে দেন আফগানিস্তানের গোলকিপার ওভাইস আজিজি। বাঁ-দিক থেকে আশিক কুরুনিয়ানের ভাসানো ক্রস রিসিভ করতে গিয়ে হাত ফসকে যায় আফগান গোলকিপারের। এরপর তিনি দুই পায়ের ফাঁক দিয়েই বল নিজেদের গোলেই ঢুকিয়ে দেন। কিন্তু ভারতের উচ্ছ্বাস দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। ৮২ মিনিটে হোসেইন জামানি দুরন্ত গোলে সমতায় ফেরান আফগানদের। এরপরেই ভারতের খানিকটা চাপ বেড়ে যায়। কিন্তু নির্দিষ্ট সময়ের পর আরও অতিরিক্ত চার মিনিট যোগ করা হলেও স্কোরলাইনে কোনও পরিবর্তন আসেনি। অবশ্যই ভারতের তে-কাঠির নীচে গুরপ্রীত সিং সান্ধুকেও সাধুবাদ দিতে হবে। তিনি যাবতীয় বিপদ থেকে দলকে দূরেই রাখেন তাঁর বিশ্বস্ত দস্তানায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)