নিজস্ব প্রতিবেদন: সুপার সানডেতে সিরিজের ফয়সালার ম্যাচ। সিরিজ এক-এক থাকা অবস্থায় আজ নির্ণায়ক ম্যাচে নামছে ভারত-অস্ট্রেলিয়া। ফয়সালার ম্যাচে রোহিত-ধাওয়ানের খেলা নিয়ে সংশয়। রাজকোটে চোট পাওয়া দুই ভারতীয় ওপেনারের খেলা নিয়ে সিদ্ধান্ত হবে ম্যাচের আগে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ে ১০ উইকেটে হারের পর রাজকোটে জিতে ঘুরে দাঁড়িয়েছে কোহলি ব্রিগেড। ভারত অধিনায়ক তিন নম্বরে ফেরার পর ব্যাটিং অর্ডারকে অনেক সংগঠিত লেগেছে। নতুন পজিসনে নজর কেড়েছেন রাহুলও। তবে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে ভাবাচ্ছে রোহিতদের খেলা নিয়ে সংশয়। রোজকোটে হালকা চোট পেয়েছিলেন রোহিত আর ধাওয়ান। দুজনেই এখন অনেকটাই সুস্থ। তবে দুই ভারতীয় ওপেনারের খেলার ব্যাপারে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ স্মিথদের বিরুদ্ধে কুল-চা জুটিকে খেলিয়ে চমক দিতে পারে ব্লু ব্রিগেড। রাজকোটে একই ওভারে ক্যারে আর স্মিথকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে ছিলেন কুলদীপ। চিন্নাস্বামীর পিচে অসি ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে কুলদীপ-চাহল জুটি ট্রাম্পকার্ড হতে পারে কোহলির। চিন্নাস্বামীতে শেষ তিনটে ম্যাচেই ভারতকে হারিয়েছে অসিরা। সেই রেকর্ড বদলে সিরিজ জয়ের হাতছানি কোহলিদের সামনে।



#আজ কোথায় হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচটি?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচটি হবে বেঙ্গালুরুতে।
#কখন শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ?
ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচ।
#কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ান ডে ম্যাচ?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচর সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস-১ এবং স্টার স্পোর্টস-৩।
#ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ান-ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।


আরও পড়ুন - চ্যাম্পিয়ন! মা হওয়ার পর কোর্টে ফিরেই বড় জয় সানিয়ার