চ্যাম্পিয়ন! মা হওয়ার পর কোর্টে ফিরেই বড় জয় সানিয়ার

চিনের সাউই পেঙ ও সাউই ঝাঙ জুটিকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে ফাইনাল ম্য়াচ জিতলেন সানিয়ারা। 

Updated By: Jan 18, 2020, 02:03 PM IST
চ্যাম্পিয়ন! মা হওয়ার পর কোর্টে ফিরেই বড় জয় সানিয়ার

নিজস্ব প্রতিবেদন : স্বপ্নের কামব্যাক সানিয়া মির্জার। মা হওয়ার পর কোর্টে ফিরেই বাজিমাত হায়দরাবাদী টেনিস সুন্দরীর। দুবছর পর ফিরেই খেতাব জিতলেন সানিয়া মির্জা।ইউক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন হায়দরাবাদী সুন্দরী। ফাইনালে চিনা জুটিকে স্ট্রেট সেটে হারান সানিয়া-রা।

চিনের সাউই পেঙ ও সাউই ঝাঙ জুটিকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে ফাইনাল ম্য়াচ জিতলেন সানিয়ারা। মা হওয়ার জন্য দু বছরের বেশি সময় কোর্টের বাইরে ছিলেন সানিয়া। শনিবার কোর্টের বাইরে থেকে হায়দরাবাদী সুন্দরীর খেতাব জয়ের সাক্ষী থাকেন তাঁর ছেলে ইজহান। দুহাজার সাত সালের পর কোনও WTA খেতাব জিতলেন ভারতীয় টেনিস সুন্দরী। সানিয়ার নজর এবার অস্ট্রেলিয়ান ওপেনে। 

আরও পড়ুন- 'মুরোদ' নিয়ে উঠেছিল প্রশ্ন, মাঠেই অজিদের জবাব বিরাটের, সিরিজে ফিরল সমতা

মা হওয়ার পর ৩৩ বছরের সানিয়া প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন। আর তার জন্য গত কয়েক মাস ধরে কঠোর ট্রেনিং করেছিলেন তিনি। ওজন বেড়ে গিয়েছিল। ফিটনেসে প্রভাব পড়েছিল। নিজেকে আবার কোর্টে ফেরানোর মতো জায়গায় আনতে সানিয়াকে কঠিন লড়াই করতে হয়েছে। মূলত ডাবলস স্পেশালিস্ট সানিয়া এদিন প্রায় দেড় ঘণ্টা লড়াই করেছেন। 

.