IND vs AUS: ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের মঞ্চে লজ্জার হার কোহলির ভারতের
১৫ বছর পর আবার লজ্জার হার ভারতের।
নিজস্ব প্রতিবেদন : প্রথমে মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সদের আগুনে বোলিং। আর তারপর অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের জোড়়া শতরান। ভারতের বিশ্বকাপ জয়ের মঞ্চে লজ্জার হার কোহলি ব্রিগেডের। ওয়াংখেড়েতে ভারতকে ১০ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। মাত্র ২৫৫ রানে ভারতকে অল আউট করার পর ৭৪ বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিল অজিরা। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
২৫৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার-অ্যারোন ফিঞ্চ জুটি জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, শর্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাদের ওপর নির্মম প্রহার করলেন। দুই অজি ওপেনারের ওপর কোনও প্রভাবই ফেলতে পারলেন না ভারতীয় বোলাররা। কেরিয়ারের ১৮ তম ওয়ান ডে সেঞ্চুরি করলেন ওয়ার্নার। অন্যদিকে ১৬ নম্বর ওডিআই সেঞ্চুরি করলেন অ্যারোন ফিঞ্চ। এদিন ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সেরা ওপেনিং পার্টনারশিপের রেকর্ড তৈরি হল। ফিঞ্চ-ওয়ার্নারের ২৩১ রানের ওপেনিং জুটিকেও এদিন টপকে গেলেন তাঁরাই। ১২৮ রানে অপরাজিত থাকলেন ওয়ার্নার। ১১০ রানে অপরাজিত থাকলেন ফিঞ্চ। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার কাছে শেষবার ১০ উইকেটে হেরেছিল ভারত। ১৫ বছর পর আবার লজ্জার হার ভারতের।
ওয়ানখেড়েতে এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। রোহিত শর্মা, শিখর ধাওয়ান আর কেএল রাহুল তিন জনকে প্রথম একাদশে রেখেই দল সাজায় ভারত। রোহিত শর্মা ১০ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও শিখর ধাওয়ান-কেএল রাহুল জুটি ভারতে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর চেষ্টা করেন। দ্বিতীয় উইকেটে ১২১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে। ৪৭ রান করেন রাহুল। ৭৪ রান করেন শিখর ধাওয়ান।
রাহুল-শিখর আউট হতেই ভারতের মিডল অর্ডারে ধস নামে। বিরাট কোহলি ১৬ , শ্রেয়স আইয়ার করেন মাত্র ৪ রান। ঋষভ পন্থ আর রবীন্দ্র জাদেজা ষষ্ঠ উইকেটে ৪৯ রান যোগ করে সামাল দেন কিছুটা। পন্থ ২৮ আর জাদেজা ২৫ রান করেন। শর্দুল ঠাকুর ১৩ রান করেন। শেষ দিকে কিছুটা চেষ্টা করেন কুলদীপ এবং শামি। ১৭ রান করেন কুলদীপ। শামি করেন ১০ রান। ২৫৫ রানে অল আউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৩টি, প্যাট কামিন্স ও কেইন রিচার্ডসন ২টি করে উইকেট পান।
এদিকে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যাট করার সময় মাথায় আঘাত পান ঋষভ পন্থ। প্যাট কামিন্সের বল ব্যাটে লেগে পন্থের হেলমেটে গিয়ে লাগে। অস্ট্রেলিয়ার ইনিংসের সময় আর মাঠে নামেননি ঋষভ পন্থ। পন্থের জায়গায় উইকেটকিপিং করেন কেএল রাহুল। বোর্ড সূত্রে খবর, কনকাশনের জন্য মাঠে নামানো হয়নি পন্থকে। পর্যবেক্ষনে রয়েছেন দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান।
আরও পড়ুন - নিউ জিল্যান্ডে আর্চারকে বর্ণবিদ্বেষী মন্তব্য, বড়সড় শাস্তি পেলেন সেই দর্শক