নিউ জিল্যান্ডে আর্চারকে বর্ণবিদ্বেষী মন্তব্য, বড়সড় শাস্তি পেলেন সেই দর্শক

২০১৯ সালের নভেম্বরে নিউ জিল্যান্ডের মাউন্ট মাউনগানুইতে টেস্ট ম্য়াচ চলাকালীন ইংল্য়ান্ডের ক্রিকেটার জোফ্রা আর্চার বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হন।

Updated By: Jan 14, 2020, 03:29 PM IST
নিউ জিল্যান্ডে আর্চারকে বর্ণবিদ্বেষী মন্তব্য, বড়সড় শাস্তি পেলেন সেই দর্শক

নিজস্ব প্রতিবেদন :  শেষ পর্যন্ত বড়সড় শাস্তি পেলেন ইংল্যান্ড পেসার জোফ্রা আর্চারকে গ্যালারি থেকে  বর্ণবিদ্বেষমূলক আচরণ করা সেই দর্শকের। আগামী দুই বছর নিউ জিল্যান্ডের কোনও স্টেডিয়ামে আর প্রবেশ করতে পারবেন না অকল্যান্ডের ২৮ বছর বয়সী ওই যুবক।

২০১৯ সালের নভেম্বরে নিউ জিল্যান্ডের মাউন্ট মাউনগানুইতে টেস্ট ম্য়াচ চলাকালীন ইংল্য়ান্ডের ক্রিকেটার জোফ্রা আর্চার বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হন। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় গ্যালারি থেকে এক দর্শক জোফ্রা আর্চারকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন। অপ্রীতিকর এই ঘটনার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দুঃখপ্রকাশ করে। এরপর নিউ জিল্যান্ড পুলিসের তদন্তে ওই যুবকটি স্বীকার করে নেয়।

আগামী দুই বছর নিউ জিল্যান্ডের কোনও স্টেডিয়ামে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ওই যুবকটির বিরুদ্ধে। একই সঙ্গে কিউই ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে আরও বড় শাস্তি হবে।  

আরও পড়ুন - মা হওয়ার পর জয় দিয়ে পেশাদারি টেনিসে কামব্যাক করলেন সানিয়া মির্জা

 

Tags:
.