India vs England: Manjrekar মাইক্রোফোন ধরতেই Rohit আউট! ঝড় উঠল টুইটারে
আউট হলেন রোহিত, টুইটারে সমালোচিত মঞ্জরেকর!
নিজস্ব প্রতিবেদন: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের (India Vs England 2nd Test) প্রথম দিনেই ভারত রীতিমতো চালকের আসনে। দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৭৬ রান তুলেছে ইন্ডিয়া। সৌজন্যে ভারতের দুই ওপেনার। কেএল রাহুল (KL Rahul) ও রোহিত শর্মা (Rohit Sharma)। রাহুলের অপরাজিত শতরানের (১২৭) সঙ্গেই দুরন্ত ৮৩ রান এসেছে হিটম্যান রোহিতের ব্যাট থেকে।
রোহিত ১৪৫ বলের ইনিংস খেলে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যান। রোহিত আউট হতেই টুইটারাত্তিরা ধুয়ে দেন প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরকে (Sanjay Manjrekar)। কারণ কাকতালীয় ভাবে মঞ্জরেকর মাইক্রোফোন হাতে ধরে যখন, রোহিতের ইনিংসের প্রশংসা করতে শুরু করেন,ঠিক তখনই আউট হয়ে যান হিটম্যান। এরপরেই টুইটারে মঞ্জরেকরের সমালোচনায় ওঠে ঝড়।
আরও পড়ুন:
লর্ডস দেখেছে রোহিত ও রাহুলের ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ। ১৯৫২ সালের পর এই 'প্রথম হোম অফ ক্রিকেট'-এ ভারতীয় ওপেনিং জুটির যুগলবন্দিতে শতরান এল। ৬৯ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি পার্টনারশিপের নজির ছিল বিনু মাঁকড় ও পঙ্কজ রায়ের। ১৯৫২ সালে বিনু-পঙ্কজের ব্যাটে ভারত স্কোরবোর্ডে ১৯৬ রান যোগ করেছিল। রাহুল-রোহিত ১০ নম্বর ভারতীয় ওপেনিং জুটি হিসেবে লর্ডসে শতরান করলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)