নিজস্ব প্রতিবেদন :  ২০১৯ সালে বিশ্বকাপে প্রথম হার টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ৩৩৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে হাতে পাঁচ উইকেট থাকা স্বত্ত্বেও ৩০৬ রানে থেমে গেল টিম ইন্ডিয়া। যেখানে ক্রিজে রয়েছেন 'ফিনিশার' ধোনি। গোটা বিষয়টাই বেশ অবাক করেছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ধোনিদের ব্যাটিংয়ে রীতিমতো অবাক হয়েছেন সৌরভ। আক্রমণাত্মক মেজাজেই মাহিকে বিঁধলেন মহারাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



৩৩৮ রানের টার্গেট। শেষ ১০ ওভারে ভারতের দরকার ছিল ১০৪ রান। ওভার পিছু ১০ রানের একটু বেশি দরকার ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে যা জলভাত। কিন্তু শেষ ১০ ওভারে জেতার কোনও তাগিদই দেখা গেল না মহেন্দ্র সিং ধোনি-কেদার যাদবদের মধ্যে। জেতার আশা ছেড়ে দিয়ে ইংল্যান্ডের সামনে আত্মসমর্পণ করে দিল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ধোনি ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকলেন ধোনি। পাঁচটা উইকেট রয়ে গেল। অথচ, ৩৩৮ রান তাড়া করতে নেমে শেষ দশ ওভারে ধোনি ক্রিজে থাকা স্বত্ত্বেও ৩০৬ রানে আটকে গেল ভারত। এটাই সবচেয়ে বেশি অবাক করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।


আরও পড়ুন - ICC World Cup 2019: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর! পরিবর্তে দলে মায়াঙ্ক


ম্যাচ শেষে সৌরভ বলেন, "এর চেয়ে ৩০০ রানে অল আউট হয়ে গেলে বোধ হয় ভাল হত। এতটা খারাপ লাগত না। হাতে পাঁচ উইকেট থেকে গেল, অথচ রান তাড়া করা গেল না, এটা অবাক হওয়ার মতো ব্যাপার।" পাশাপাশি সৌরভের ব্যাখ্যা, "এই প্রথম ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে পারল না ভারত। এটা নিয়ে ভাবার রয়েছে। ধোনি এতদিনের অভিজ্ঞ এক ক্রিকেটার। পাণ্ডিয়া-ঋষভরা যে জায়গায় ম্যাচটা ছেড়ে যায় সেখান থেকেই তো ধোনির বড় ভূমিকা নেওয়া দরকার ছিল। কেদার যাদব তো একটা বাউন্ডারি মেরেছে। এত রান দরকার অথচ গ্যাপগুলো খুঁজে বেরই করতে পারল না। "