নিজস্ব প্রতিবেদন: সুখবর। ভারতীয় দলে ফিরছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নির্বাসন উঠতেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে ফেরাল বিসিসিআই। বোর্ডের তরফে মেল করে জানিয়ে দেওয়া হল, নিউ জিল্যান্ড সিরিজেই দলে ফেরানো হচ্ছে তাঁকে। একদিনের স্কোয়াডে রাখা হবে হার্দিককে। এমনকি টি-টোয়েন্টি স্কোয়াডেও তিনি থাকবেন বলে জানা যাচ্ছে। শুধু হার্দিক পান্ডিয়াই নন, লোকেশ রাহুলকেও  সুযোগ দেওয়া হল ‘ভারতীয় এ’ দলে। তিরুবন্তপুরমে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৫টি একদিনের ম্যাচে খেলবেন এই ওপেনার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হার্দিক ও রাহুলের উপর থেকে নির্বাসন তুলে নিল বিসিসিআই



আরও পড়ুন- সিঁড়ি ভেঙে শীর্ষে উঠছেন বিরাট, ভাঙলেন লারার রেকর্ড


বৃহস্পতিবারই বিসিসিআইয়ের তরফে মেল করে জানানো হয়েছিল, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। কমিটি অব অ্যাডমিনিসট্রেটরস দুই ভারতীয় ক্রিকেটারের উপর থেকেই নির্বাসন তুলে নিয়েছে বলে জানানো হয় ওই মেলে। এরপরই নিউ জিল্যান্ড সফরে হার্দিকের খেলার সম্ভাবনা তৈরি হয়। এবং সেই মতো নির্বাসন উঠে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই হার্দিককে ভারতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। গতকাল রাতেই আরও একটি মেল করে বিসিসিআই জানিয়ে দেয়, হার্দিক পান্ডিয়াকে নিউ জিল্যান্ড পাঠানো হচ্ছে। সেখানে ভারতীয় স্কোয়াডে সামিল করা হবে তাঁকে। আর রাহুল খেলবেন ‘ভারতীয় এ’ দলের হয়ে।