নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাত ভারত। এদিন ২৩০ রানে কিউয়িদের বেঁধে রাখার পর সহজেই প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ৬ উইকেটে জিতল বিরাটবাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ভারতীয় বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতে পারেননি কিউয়ি ব্যাটসম্যানরা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ভুূবনেশ্বর কুমার তুলে নেন তিনটি উইকেট। দু'টি উইকেট নেন জসপ্রীত বুমরা। যুজবেন্দ্র চহেলের ঝুলিতে ২টি উইকেট। কিউয়িরা আর শুরুর ধাক্কা সামলাতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩০ রানে শেষ হয় তাদের ইনিংস।




 ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে রোহিত শর্মাকে হারায় টিম ইন্ডিয়া। গত ম্যাচে শতরান করলেও এদিন বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। ২৯ রানে ফেরেন তিনি। শিখর ধবন ও দীনেশ কার্তিক দলকে ভরসা দেন। কেরিয়ারের ২২তম অর্ধ শতরান করে ফেরেন ধবন। ৬৪ রানে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।


আরও পড়ুন, ম্যাচ শুরুর আগেই নির্বাসিত পুনের পিচ কিউরেটর! সেই পিচে কী কাণ্ড ঘটালেন ভুবিরা?