নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচ শুরুর আগেই ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চূড়ান্ত একাদশে নেই বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন বিরাট নেই? জানা গিয়েছে, পিঠে ব্যাথার জেরে ছিটকে গিয়েছেন তিনি। বিরাট ছাড়াও দলে ৩টি বদল হয়েছে। তৃতীয় ম্যাচে ফিরেছেন জসপ্রীত বুমরা। সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক ও অক্ষর প্যাটেল। বিরাটের জায়গায় খেলছেন দীনেশ। গত ম্যাচে ৪ ওভারে ৬৪ রান দেওয়ার পর বাদ পড়েছেন যুজবেন্দ্র চহল। তাঁর জায়গায় এসেছেন অক্ষর। 



এই সিরিজে ১০০০ রান করে মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা ছিল বিরাটের। তবে সেটা হল না। চোটের জন্য ছিটকে গেলেন তিনি। সবচেয়ে বড় কথা, দক্ষিণ আফ্রিকায় চলতি সিরিজে শেষবারের মতো 'বিরাট' ব্যাটিং দেখতে পারলেন ভক্তরা। 


আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়া বধ করে ইতিহাস ভারতের মেয়েদের