রাহানে-ভুবির জুটিতে কঠিন চ্যালেঞ্জ ছুড়ছে ভারত
ভারত- ১৮৭, ১৯৯/৬, দক্ষিণ আফ্রিকা- ১৯৪।
নিজস্ব প্রতিবেদন: একা কুম্ভ হয়ে দুর্গ আগলাচ্ছিলেন বিরাট কোহলি। মধ্যাহ্নভোজনের পর ভারত অধিনায়ককে ফেরালেন কাসিগো রাবাড়া। ৪২ রানে আউট হন বিরাট। ভারত অধিনায়ক যাওয়ার পর দলকে টানছেন ভুবনেশ্বর কুমার ও অজিঙ্ক রাহানে।
চা বিরতি পর্যন্ত ভারতের রান ৬ উইকেট হারিয়ে ১৯৯। ইতিমধ্যেই ১৯২ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন রাহানে ও ভুবনেশ্বর। অর্ধ শতরান থেকে মাত্র ৪ রান দূরে। ব্যাট হাতে ফের অমূল্য রান যোগ করলেন ভুবনেশ্বর।
এদিন সকালে শুরুতেই দুটি উইকেট খুঁইয়ে ফেলে ভারত। পূজারা ও রাহুল ফিরে যান। দলের হাল ধরে মুরলি বিজয় ও বিরাট কোহলি। তবে মধ্যাহ্নভোজনের ঠিক আগেই ২৫ রানে আউট হন বিজয়।
দ্বিতীয় দিনে ভারতীয় পেসারদের দাপটে ১৯৪ রানে মুড়িয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৭ রানের লিড পায় প্রোটিয়াবাহিনী। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ১৮৭ রান। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এই পিচে আড়াইশো রান তুললেই জেতার জায়গায় পৌঁছে যাবে টিম ইন্ডিয়া।