নিজস্ব প্রতিবেদন: স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। যে কোনও প্রতিপক্ষকেই কার্যত উড়িয়ে দিচ্ছেন কোহলিরা। দেশের বাইরে হোক কিংবা ভিতরে, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোনও দাঁতই ফোটাতে পারছে প্রতিপক্ষ দল। ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকেও নিয়েও ছেলেখেলা করেছেন কোহলিরা। ভাইজ্যাগ, পুণেতে পর পর দুটো টেস্ট জিতে আগেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে নিয়েছে কোহলি অ্যান্ড কোম্পানি। রাঁচিতে তৃতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। দেশের মাটিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে কোহলিদের দরকার আর মাত্র ২টি উইকেট। মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



তৃতীয় টেস্টেও টিম ইন্ডিয়ার দাপটে কোণঠাসা প্রোটিয়াবাহিনী। সোমবার টেস্টের তৃতীয় দিনেই দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করাতে নামায় বিরাট কোহলির দল। সোমবার মধ্যাহ্নভোজের পরই ১৬২ রানে শেষ হয়ে যায় দু'প্লেসিদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৯৭ রান তুলে ডিক্লেয়ার করে দেয় ভারত। ৩৩৫ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টেস্টেও ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয়। মহম্মদ শামি আর উমেশ যাদবের আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার।


উমেশ যাদবের বলে ৫ রানে বোল্ড হয়ে ফিরে যান  কুইন্টন ডিকক। তারপর শামির বিধ্বংসী স্পেলে একে একে ফিরে গেলেন হামাজা, দু প্লেসি, বাভুমা। এরপর উমেশ যাদবের একটা নির্বিষ বাউন্সার লাগে এলগারের হেলমেটে। ডিন এলগার আর ব্যাট করতে নামলেন না। কনকাশন সাবস্টিটিউট হিসেবে এলগারের পরিবর্তে ব্যাট করলেন ডি ব্রুইন। ক্লাসেনকে ফেরান উমেশ যাদব।



এদিন আবার অশ্বিনের বল ধরতে গিয়ে বুড়ো আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে কিপিং করতে নামেন ঋষভ পন্থ। ফলো অন করতে নেমে তৃতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে শামি ৩টি এবং উমেশ ২টি উইকেট নেন। অশ্বিন আর জাদেজা একটি করে উইকেট নেন। মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনে প্রোটিয়াদের হারাতে ভারতের প্রয়োজন আর মাত্র ২টি উইকেট। এখনও ২০৩ রান পিছনে পোর্টিয়ারা। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে কোহলিদের। এখন হোয়াইট ওয়াশের লক্ষ্যে টিম ইন্ডিয়া। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও অপরাজিত টেস্টের এক নম্বর দল কোহলি অ্যান্ড কোম্পানি।  


আরও পড়ুন -  বাংলাদেশ ক্রিকেটে ডামাডোল! ক্রিকেটারদের বয়কটে অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ