নিজস্ব প্রতিবেদন: ভারতের টি-২০ অধিনায়ক হিসাবে অভিষেকের রাত ভুলতে পারবেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। গত বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) পন্থের ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। ভারতের ২১১ রান তাড়া করে টেম্বা বাভুমার দল পাঁচ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নেয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেএল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় পন্থের কাঁধে অধিনায়কত্বের গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে। উইকেটকিপার-ব্যাটার ভারতের টি-২০ দলের অষ্টম অধিনায়ক হয়েছেন। সুরেশ রায়নার পর দ্বিতীয় তরুণ হিসাবে এই নজির গড়েন তিনি। তবে দিল্লিতে পন্থ এক দুর্ভাগ্যজনক ইতিহাসের সঙ্গে জুড়ে গেলেন। বিরাট কোহলির পর তিনি ভারতের দ্বিতীয় টি-২০ অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচই হেরে বসলেন। ২০১৭ সালে কোহলি কানপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্যাপ্টেন হিসাবে পথচলা শুরু করছিলেন। ঘটনাচক্রে কোহলির মতো পন্থও এই ম্যাচে ২৯ রান করলেন।


আরও পড়ুন: Bengal vs Jharkhand, Ranji Trophy: মন্ত্রী মনোজের দুরন্ত সেঞ্চুরি, রঞ্জির সেমিফাইনালে বাংলা


আরও পড়ুন:India vs South Africa: ২০০-র ওপর রান করেও হার! লজ্জার ইতিহাসে পন্থের ভারত


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)