নিজস্ব প্রতিবেদন: ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের দাম পেলেন সুরেশ রায়না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সুযোগ পেলেন মহেন্দ্র সিং ধোনির বন্ধু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে রয়েছেন- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, কেএল রাহুল, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মণীশ পাণ্ডে, অক্সার প্যাটেল, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, বুমরাহ, উনাদকাট, শার্দুল ঠাকুর। 



ওয়েস্ট ইন্ডিজে টিটোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন দিল্লির 'ডেয়ারডেভিল' উইকেটকিপার ঋষভ পন্থ। এবার দলে তিনি না থাকা বেশ অবাক করেছে। কয়েকদিন আগে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন ঋষভ। আবারও দীনেশ কার্তিককে সুযোগ দেওয়া হয়েছে। দলে নেই রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। রয়েছেন, কুলদীপ, অক্সর ও চহল। মনে করা হচ্ছে, বোলিং বিভাগে ভবিষ্যতের দিকে তাকাতে চাইছেন নির্বাচকরা। ফলে আর হয়তো টিটোয়েন্টিতে দলে ফেরা হবে না এই স্পিন জুটির। 


আরও পড়ুন- টেস্টে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক রানের রেকর্ড কোহলির