নিজস্ব প্রতিবেদন: দ্রুততম ভারতীয় ওপেনার হিসেবে একদিনের ক্রিকেটে ৬০০০ রান করলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। রবিবাসরীয় কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে রান তাড়া করতে নেমে বাইশ গজের অনন্য ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেললেন গব্বর। হাশিম আমলার পর দ্বিতীয় ওপেনার হিসেবে এই রেকর্ড করলেন ভারতের সিনিয়র ক্রিকেটার ও চলতি ভারত-শ্রীলঙ্কা সিরিজের ক্যাপ্টেন। ইনিংসের বিচারে ধাওয়ান টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (১৬০ ইনিংস) ও রোহিত শর্মাকে (২০০ ইনিংস)। ওয়ানডে ক্রিকেটে ছ'হাজারি হতে বাঁ-হাতি মারকুটে ব্যাটসম্যান নিলেন ১৪০ ইনিংস।আমলা ৬০০০ রান করতে নিয়েছিলেন ১২৬ ইনিংস। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India vs Sri Lanka 2021: ছাপ রাখলেন ভারতীয় বোলাররা, শ্রীলঙ্কা থামল ২৬২ রানে


সর্কালের বিচারে ধাওয়ান এখন চারে। একে আমলা (১২৬), দুয়ে বিরাট কোহলি (১৩৬) ও তিনে কেন উইলিয়ামসন (১৩৯)। ৩৫ বছরের ধাওয়ান প্রবীণতম ভারতীয় অধিনায়ক হিসেবে এদিন অভিষেক করলেন। পঞ্চম ভারতীয় ওপেনার হিসেবে যিনি ৬০০০ রান করলেন। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৫৩১০), সৌরভ (৯১৪৬), বীরেন্দ্র শেহওয়াগ (৭২৪০) ও রোহিত (৭২৩৮)। একই সঙ্গে এদিন ধাওয়ান ১৭ রান করার সঙ্গেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ১০০০ রান করে ফেললেন। এক্ষেত্রে আবার আমলাকে ছাপিয়ে গেলেন তিনি। আমলা দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ১৮ ইনিংস নিয়েছিলেন। ধাওয়ান নেন ১৭ ইনিংস। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)