India vs Sri Lanka: অসাধারণ Suryakumar ও Chahar, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সিরিজ ভারতের
দ্বীপরাষ্ট্রে ওয়ানডে সিরিজ পকেটে পুরল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শিষ্যরা।
নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল শিখর ধাওয়ানের (Sikhar Dhawan) ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডে জিতে দ্বীপরাষ্ট্রে ওয়ানডে সিরিজ পকেটে পুরল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শিষ্যরা। শ্রীলঙ্কার ২৭৫ রান তাড়া করতে নেমে ভারত ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়।
এদিন দাসুন শানাকার শ্রীলঙ্কা অভিষ্কা ফার্নান্ডোর (৫০) ও চরিথ আসালঙ্কার (৬৫) ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তুলল ২৭৫। বল হাতে ছাপ রাখলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ও দীপক চাহার (Deepak Chahar)। চাহাল-ভুবি ৩টি করে উইকেট পেয়েছেন। চাহারের ঝুলিতে এসেছে জোড়া উইকেট। শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে ভারত ৩৯ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেল। দ্রুত ফিরে যান গতম্যাচে দুরন্ত ফর্মে থাকা পৃথ্বী শ (১৩) ও শিখর ধাওয়ান (২৯)। এরপর প্রথম ওয়ানডে-র আরেক তারকা ঈশান কিশানও ফিরে যান মাত্র ১ রানে।
আরও পড়ুন: ৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে নো-বল! নেটদুনিয়ার আলোচনায় Bhuvneshwar Kumar
এরপর ভারতের হাল ধরেন মণীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদব। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন তাঁরা। ৩১ বলে ৩৭ রান করে এরপর মণীশ দুর্ভাগ্যজনক ভাবে রানআউট হয়ে যান। সূর্যকুমারের হাত শক্ত করতে এসে চূড়ান্ত ব্যর্থ হন হার্দিক পাণ্ডিয়া। তিন বল খেলে কোনও রান না করেই ফেরেন তিনি। ১১৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। লড়াই জারি রাখেন সূর্যকুমার। ৪৪ বলে ঝকঝকে ৫৩ রানের ইনিংস খেলে ফিরে যান মুম্বই ইন্ডিয়ান্সের স্টার ব্যাটসম্যান। হার্দিক ব্যর্থ হলেও তাঁর দাদা ক্রনাল পাণ্ডিয়া কিন্তু মান রাখেন। ৫৪ বলে শুধু ৩৫ রানের ইনিংসই খেলে না। আটে নামা দীপক চাহারের সঙ্গে লড়াইয়ে রাখেন ভারতকে। চাহার আর ভুবনেশ্বর কুমার ভারতকে জয়ের আলো দেখাতে শুরু করেন। ৫০ ওভারের ম্যাচটা কার্যত ২০ ওভারের ম্যাচে পরিণত হয়ে যায়। দীপক চাহার অনবদ্য লড়াই করেন ভুবিকে সঙ্গে নিয়ে। ৮২ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন চাহার। ৭টি চার ও একটি ছয়ে জীবনের প্রথম আন্তর্জাতিক অর্ধ-শতরান স্মরণীয় করে রাখেন তিনি। অন্যদিকে ভুবি অপরাজিত থাকেন ১৯ রানে। আগামী শুক্রবার সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচে ধাওয়ানরা শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)