৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে নো-বল! নেটদুনিয়ার আলোচনায় Bhuvneshwar Kumar

 ২০১৫ সালের অক্টোবরে শেষবার নো-বল এসেছিল 'সুইং কিং'-এর হাত থেকে!

Updated By: Jul 20, 2021, 06:26 PM IST
৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে নো-বল! নেটদুনিয়ার আলোচনায় Bhuvneshwar Kumar

নিজস্ব প্রতিবেদন:  কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলছে ইন্ডিয়া। মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আর এদিন দলের ভাইস-ক্যাপ্টেন ও সিনিয়র পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) খবরে এলেন নো-বল করার জন্য়।

আরও পড়ুন: India vs Sri Lanka 2nd ODI, দেখুন ভিডিয়ো: Chahal কামাল, পরপর ২ বলে ২ উইকেট!

পরিসংখ্যান বলছে ভুবনেশ্বর আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছর পর নো-বল করলেন। ২০১৫ সালের অক্টোবরে শেষবার নো-বল এসেছিল 'সুইং কিং'-এর হাত থেকে। এর মাঝে ৩০৯২টি ডেলিভারি করেছেন ভুবনেশ্বর। প্রায় ৫১৫ ওভার কর ফেলেছেন তিনি। অথচ একটাও নো-বল করেননি তিনি। ভুবির এই রেকর্ডেই মজেছে নেটদুনিয়া।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.