নিজস্ব প্রতিবেদন: বিশ্বের একনম্বর টেস্ট দলের সঙ্গে আইসিসি র‍্যাঙ্কিংয়ে থাকা ছয় নম্বর টেস্ট দলের খেলায় ম্যাচের ফল যেমন হওয়ার কথা তেমনই হল। ভারত জয় পেল না ঠিকই, তবে বুকে কাঁপুনি ধরিয়ে দিল লঙ্কান ব্রিগেডের। এক সেশনেই যে দশ উইকেট তুলে ম্যাচের পাশাবদল সম্ভব, তা পরতে পরতে বুঝিয়ে দিল ভারতীয় পেস আক্রমণ। ইডেনের সবুজ পিচে সামি, ভুবনেশ্বর, উমেশের আগুন ঝরানো স্পেলের সামনে তাসের ঘরের মত ভাঙল চান্ডিমল, ম্যাথিউস, থিরুমানেরা। ২৩১ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে নেমে কাঁধ, কোমর ভেঙে ল্যাজে এসে ঠেকেছিল 'এশিয়ান জায়েন্টস'রা। সোনার লঙ্কা পোড়া কেবল সময়েরই অপেক্ষা ছিল, বাঁচিয়ে দিল 'ওয়েদার দেবতা'! আলো কম, অগত্যা ম্যাচ বন্ধ। রুদ্ধশ্বাস লড়াইয়ে অল্পের জন্য জয় হাতছাড়া হল বিরাট ব্রিগেডের। পঞ্চম দিনের শেষে ২৬ ওভার তিন বল ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ৭৫। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শূন্য থেকে সেঞ্চুরি, ইডেন টেস্টের শেষ দিন বিরাটময়


৪টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ২টি উইকেট তুলে নেন মহম্মদ সামি। বাকি উইকেট যায় উমেশের ঝুলিতে। সব মিলিয়ে ধাওয়ান ধামাকা, লোকেশ রাহুলের রানে ফেরা, বিরাটের ১৮তম টেস্ট সেঞ্চুরি এবং অবশ্যই দুই ইনিংস মিলিয়ে ভুবনেশ্বর কুমারের ৮ উইকেট প্রাপ্তি, ইডেন টেস্টে ব্যাটে-বলে জয় পেয়েছে ভারতই। তবে ম্যাচের রেজাল্ট-ভারত বনাম শ্রীলঙ্কা, ইডেন টেস্ট ড্র। ম্যাচের সেরা ভুবি। উল্লেখ্য, এই ম্যাচে ভারতের কোনও স্পিনারই একটাও উইকেট পায়নি। যা ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে এর আগে কখনও হয়নি। 


আরও পড়ুন- তৃতীয় ভারতীয় হিসেবে ইডেন টেস্টে ৫ দিন ব্যাট করলেন চেতেশ্বর পূজারা