ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বিরাট কোহলিকে বিশ্রাম দিতে পারেন নির্বাচকরা। বিশ্রাম পেতে পারেন জাদেজা,অশ্বিনও। বিশে অগাস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে ভারত। তেরোই অগাস্ট দল নির্বাচনে বসবেন এমএসকে প্রসাদ অ্যান্ড কোম্পানি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বিরাট কোহলি নাও খেলতে পারেন। না, কোনও চোট পাননি ভারত অধিনায়ক। আসলে কোহলিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবনাচিন্তা করছেন নির্বাচকরা। যদিও বিশ্রাম চাননি কোহলি, কিন্তু আইপিএল থেকে টানা ম্যাচ খেলার ফলে ভারত অধিনায়ককে বিশ্রাম দিতে পারেন এমএসকে প্রসাদরা। বিশে অগাস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে ভারত। তেরোই অগাস্ট দল নির্বাচনে বসবেন এমএসকে প্রসাদ অ্যান্ড কোম্পানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রোদুনোভাকে বিদায় জানালেন জিমনাস্ট দীপা কর্মকার


শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে মাত্রাতিরিক্ত বোলিংয়ের জন্য একদিনের সিরিজে বিশ্রাম পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। এমনটাই ইঙ্গিত দিয়েছেন জাতীয় নির্বাচকরা। এখন পর্যন্ত জাদেজা এবং অশ্বিন মিলে চলতি সিরিজে দুশোরও বেশি ওভার করেছেন। দুজনে মিলে নিয়েছেন চব্বিশটি উইকেট। শেষ টেস্টে জাদেজা নির্বাসিত থাকলেও খেলবেন অশ্বিন। সেক্ষেত্রে বলা যেতেই পারে টেস্ট সিরিজে দেড়শোরও বেশি ওভার করে ফেলবেন তিনি। তাই একদিনের ম্যাচে ভারতের দুই প্রধান স্পিনারকে বিশ্রাম দিতে পারেন নির্বাচকরা। মনে করা হচ্ছে মহম্মদ শামিকেও বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে একদিনের ম্যাচে বোলিংয়ের দায়িত্বে থাকবেন  চহল,  জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেলরা।


আরও পড়ুন  অস্ট্রেলিয়ার থেকে ৫০ বছর পরে শুরু করেও, রেকর্ড ভাঙতে চলেছে ভারত