অস্ট্রেলিয়ার থেকে ৫০ বছর পরে শুরু করেও, রেকর্ড ভাঙতে চলেছে ভারত

Updated By: Aug 8, 2017, 04:21 PM IST
অস্ট্রেলিয়ার থেকে ৫০ বছর পরে শুরু করেও, রেকর্ড ভাঙতে চলেছে ভারত

ওয়েব ডেস্ক: অনিল কুম্বলে পর্ব এখন অতীত। ভারতীয় ক্রিকেটে এখন শুধুই বিরাট-শাস্ত্রী যুগ। আর রবি শাস্ত্রী প্রধান কোচ হয়ে আসার পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম সিরিজ জয়। তাও তিন টেস্টের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই! কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৯ উইকেটে ৬২২ রান। টেস্টে ৬০০ রান তো আর মোটেই জলভাত নয়। সেই কাজটাও ভারতীয়রা করে ফেলল মোট ২৯ বার। হ্যাঁ, টেস্টে ভারত এক ইনিংসে ৬০০ রান করেছে এখনও পর্যন্ত মোট ২৯ বার।

আরও পড়ুন মইন আলির দুরন্ত রেকর্ড, যা ক্রিকেট ইতিহাসে আর কারও নেই

রবি শাস্ত্রী চান বিরাটের এই ভারতীয় দল এই বিষয়ে রেকর্ড তৈরি করুক। কারণ, টেস্টের এক ইনিংসে ৬০০ রান সবথেকে বেশি করেছে অস্ট্রেলিয়া। অজিরা করেছে মোট ৩২ বার। শাস্ত্রী একটি সাক্ষাত্কারে বলেছেন, 'বিরাটের এই ভারতীয় দল যেকোনও দিন অস্ট্রেলিয়ার এই রেকর্ডটা ভেঙে ফেলবে। আমি জানি না, ঘটনাটা ঠিক কবে ঘটবে। তবে, এটুকু বলতে পারি যে, এমন দিনটা আসছেই।' এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখা দরকার যে, ভারত টেস্ট খেলা শুরু করেছে ১৯৩২ সালে। আর অস্ট্রেলিয়া টেস্ট খেলা শুরু করেছে ১৮৭৭-'৭৮ সালে। অর্থাত, প্রায় ৫০ বছর পরে টেস্ট খেলা শুরু করেও ভারত এই বিষয়ে অস্ট্রেলিয়ার থেকে আর মাত্র তিনবার ৬০০ রান করা থেকে দূরে রয়েছে।

আরও পড়ুন  ক্যাপ্টেন কোহলিকে নিয়ে রনতুঙ্গা যা বললেন, আপনি একমত?

.