SAFF Championship 2021: জয় অধরা! ৯৮ ধাপ পিছনে থাকা শ্রীলঙ্কার সঙ্গেও ড্র ভারতের
শ্রীলঙ্কার ফুটবল ব়্যাঙ্কিং এই মুহূর্তে ২০৫। ভারতের ফুটবল ব়্যাঙ্কিং ১০৭।
নিজস্ব প্রতিবেদন: সাফ কাপে (SAFF Championship 2021) ব্যাক-টু-ব্যাক ড্র করল ভারত। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১০ জনের বাংলাদেশের বিরুদ্ধে ১-১ ড্র করার পর, বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও গোলশূন্য ড্র করল ইগর স্টিমাচ শিষ্যরা। এই মুহূর্তে শ্রীলঙ্কার ফিফা ব়্যাঙ্কিং ২০৫। ভারতের ফুটবল ব়্যাঙ্কিং ১০৭। অর্থাৎ ৯৮ ধাপ পিছনে থাকা দলের বিরুদ্ধে গোল করতে পারলেন না সুনীলরা।
আরও পড়ুন: CSK vs PBKS, IPL 2021: রাহুলের অপরাজিত ৯৮! পঞ্জাব ৬ উইকেটে হারাল চেন্নাইকে
বাংলাদেশের পর আবারও অত্যন্ত হতাশাজনক ফুটবল উপহার দিল ভারত। দুই ম্যাচে ভারতের সংগ্রহে মাত্র ২ পয়েন্ট। এই মুহূর্তে টেবিলে তিনে ভারত। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল। সমসংখ্য়ক ম্যাচে দুই পয়েন্ট কম পেয়ে লিগের 'সেকেন্ড বয়' বাংলাদেশ। ফাইনাল খেলবে প্রথম দুইয়ে থাকা দলই। আগামী রবিবার নেপালের বিরুদ্ধে সাফের তৃতীয় ম্যাচে নামবে ভারত।
২০১৯ সালের ১৫ মে থেকে জাতীয় দলের হেড কোচের দায়িত্বে রয়েছেন স্টিমাচ। তবে ভারতীয় ফুটবল দলের হাল ফেরেনি। এখনও পর্যন্ত তাঁর সময়কালে ১৯ ম্যাচ খেলেছে ভারত। জয় এসেছে মাত্র ৩ ম্যাচে। সঙ্গে রয়েছে ৭টি হার ও ৯টি ড্র। জাতীয় দলের হেড কোচের পারফরম্যান্স নিয়ে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারাও সন্তুষ্ট নন।
আরও পড়ুন: T20 World Cup 2021: ম্যাচ অফিসিয়ালদের দল ঘোষণা করল আইসিসি, ভারত থেকে একজন
সূত্রের খবর চলতি বছরের অগাস্ট মাসে আরও এক বছরের জন্য তাঁর চুক্তি নবীকরণ করা হয়েছিল। কিন্ত কয়েক সপ্তাহ আগে নেপালের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। জানা যাচ্ছে এই প্রতিযোগিতায় জিতলে না পারলে স্টিমাচের ছাঁটাই হওয়া শুধু সময়ের অপেক্ষা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)