জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উইন্ডসর পার্কে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মার সেঞ্চুরি ভারতকে নেতৃত্বের জায়গায় পৌঁছে দিয়েছে। দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ৩১২। জয়সওয়াল অপরাজিত ছিলেন ১৪৩ রানে এবং সঙ্গে ছিলেন বিরাট কোহলি ৩৬ রানে অপরাজিত। তাঁরা ভারতকে ওয়েস্ট ইন্ডিজের থেকে ১৬২ রানে এগিয়ে দেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোনও উইকেট না হারিয়ে ৮০ রানে দিন শুরু করে ভারত। জয়সওয়াল এবং রোহিত তাদের ২২৯ রানের জুটিতে দুর্দান্ত ধৈর্য দেখিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে ভারত প্রথমবার কোনও উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে লিড নিয়েছিল।


আরও পড়ুন: ICC Announces Equal Prize Money: বৈষম্য মুছে লক্ষ্মীবারে লেখা হল ইতিহাস, নারী-পুরুষের পুরস্কারমূল্য এবার এক!


যদিও এখানে রান করা সহজ ছিল না। দ্বিতীয় দিনে মাত্র দুই উইকেট হারিয়ে ৯০ ওভারে মাত্র ২৩২ রান করতে পারে ভারত। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট নয়জন বোলার ব্যবহার করেছেন যার মধ্যে রাহকিম কর্নওয়াল সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন। যদিও বুকে সংক্রমণ নিয়ে প্রথম সেশনেই মাঠ ছাড়তে হয় কর্নওয়ালকে। তিনি আর ফেরেননি।


জয়সওয়ালই প্রথম শতরান করেন। শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ-এর পরে তৃতীয় ভারতীয় ওপেনার এবং টেস্ট অভিষেকই শতরান করা ১৭তম ভারতীয় তিনি।


অলিক আথানাজের বলে চার রান নেন রোহিত। টেস্ট ক্রিকেটে এটি তার দশম সেঞ্চুরি, এবং ২৭ ম্যাচে ভারতের বাইরে মাত্র দ্বিতীয়। কিন্তু পরের বলেই তিনি স্পিনারের বলে ক্যাচ দেন জোশুয়া দা সিলভার হাতে।


আরও পড়ুন: PSG | Marco Verratti: জেলখানার নাম PSG! প্লেয়ারদের করা হয় ব্ল্যাকমেল, বিস্ফোরক দাবি...


এই টেস্টের আগে, শুভমান গিল ভারতের কোচ রাহুল দ্রাবিড়কে বলেছিলেন যে তিনি তিন নম্বরে ব্যাট করতে চান। যদিও এই পদক্ষেপ গিলকে সাফল্য এনে দিতে পারেনি। তিনি জোমেল ওয়ারিকানের বলে ৬ রানে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান।


স্পিনাররা টার্ন এবং বাউন্স পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ১০১তম ওভার পর্যন্ত দ্বিতীয় নতুন বল নিতে দেরি করে। আরও একটি উইকেটের আশায়, তারা কোহলির বিরুদ্ধে দুটি রিভিউও নষ্ট করে।


অন্যদিকে জয়সওয়াল শর্ট বল অনেক ভালো খেলেন। এমনকি তিনি জোসেফকে স্কয়ার লেগের পেছনে চারও মারেন। প্রথম দিনে তার রানের খাতা খুলতে ১৬ বল নিলেও তিনি ৭০ রান থেকে ১০০ রানে যেতে মাত্র ৩১টি ডেলিভারি খেলেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)