ICC Women’s World Cup 2022: বাংলার তিন কন্য়াকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ভারতের
ক্রিকেটের শো-পিস ইভেন্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই।
নিজস্ব প্রতিবেদন: চলতি বছর ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের বিশ্বকাপ (ICC Women’s World Cup 2022)। বৃহস্পতিবার বিসিসিআই দল ঘোষণা করে দিল আইসিসি-র এই শো-পিস ইভেন্টের জন্য। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন বাংলার তিন কন্যা- ঝুলন গোস্বামী (Jhulan Goswami), রিচা ঘোষ (Richa Ghosh) ও দীপ্তি শর্মা (Deepti Sharma)। বিশ্বকাপের আগে আয়োজক দেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১টি টি-২০ ( ৯ ফেব্রুয়ারি, নেপিয়ারের ম্যাকলিন পার্কে) ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলবেন মিতালি রাজের ভারত। এদিন বিসিসিআই-এর সর্বভারতীয় মহিলা নির্বাচক কমিটি যে দল বেছে নিয়েছে তা ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপকে মাথায় রেখেই। আগামী ১১ ফ্রেবুয়ারি নেপিয়ারের ম্য়াকলিন পার্কে ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। মিতালি-ঝুলনদের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেই। ৬ মার্চ বে ওভালের তাউরাঙ্গায় হাইভোল্টেজ মহারণ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ওয়ানডে ও বিশ্বকাপের দল: মিতালি রাজ (Mithali Raj, Captain), হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur, vice-captain), স্মৃতি মন্ধনা (Smriti Mandhana), শেফালী বর্মা (Shafali Verma), ইয়াস্তিকা ভাটিয়া (Yastika Bhatia), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (Richa Ghosh,wicket-keeper), স্নেহ রানা (Sneh Rana), ঝুলন গোস্বামী (Jhulan Goswami), পূজা বস্ত্রকার (Pooja Vastrakar), মেঘনা সিং (Meghna Singh), রেনুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur), তানিয়া ভাটিয়া (Taniya Bhatia,wicket-keeper), রাজেশ্বরী গায়কোয়াড় (Rajeshwari Gayakwad), পুনম যাদব (Poonam Yadav)
স্ট্যান্ডবাই প্লেয়ার্স: সবহিনেনি মেঘানা (Sabbhineni Meghana), একতা বিস্ট (Ekta Bisht), সিমরন দিল বাহাদুর (Simran Dil Bahadur)
আরও পড়ুন: Chakda Xpress: Jhulan Goswami-র চরিত্রে Anushka Sharma! প্রকাশ্যে টিজার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টি-২০ ম্যাচের দল: হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur, Captain), স্মৃতি মন্ধনা (Smriti Mandhana,vice-captain), শাফালি বর্মা (Shafali Verma), ইয়াস্তিকা ভাটিয়াা (Yastika Bhatia), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (Richa Ghosh, wicket-keeper), স্নেহ রানা (Sneh Rana), পূজা বস্ত্রকার (Pooja Vastrakar), মেঘনা সিং (Meghna Singh), রেনুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur), তানিয়া ভাটিয়া (Taniya Bhatia (wicket-keeper), রাজেশ্বরী গায়কোয়াড় (Rajeshwari Gayakwad), পুনম যাদব (Poonam Yadav), একতা বিস্ট (Ekta Bisht), সবহিনেনি মেঘানা (Sabbhineni Meghana) ও সিমরন দিল বাহাদুর (Simran Dil Bahadur)
মেয়েদের বিশ্বকাপ গতবছর ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে তা এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি