Tokyo Olympics 2020: আশা জাগিয়ে পরের রাউন্ডে ভারতীয় তীরন্দাজ Pravin Jadhav
আশা দেখাচ্ছেন প্রবীণ যাদব।
নিজস্ব প্রতিবেদন: পরের রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের তরুণ তীরন্দাজ প্রবীণ যাদব (Pravin Jadhav)। বুধবার ব্যক্তিগত বাছাই পর্বে (১/৩২) রাশিয়ার গালসান বাজারঝাপোভকে ৬-০ হারিয়ে প্রি-কোয়ার্টারে প্রবীণ। এখন দেশের তরুণ তীরন্দাজের দিকেই সকলের চোখ। আর কিছুক্ষণ পরেই প্রবীণ নামবেন পরের রাউন্ড খেলতে।
আরও পড়ুন: Tokyo 2020: জীবনের শেষ অলিম্পিক্সে দ্বিতীয় রাউন্ডে হেরেই বিদায় নিলেন Tarundeep Rai
এর আগে দ্বিতীয় রাউন্ডে হেরে অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছে তরুণদীপ রাই। ৩৭ বছরের সিকিমিজ তীরন্দাজ ইজরায়েলের ইটে শ্যানির কাছে রুদ্ধশ্বাস শুট-অফে (৬-৫) হেরেছেন। এখন তীরন্দাজিতে আশা দেখাচ্ছেন প্রবীণ। দেখা যাক পরের রাউন্ডে প্রবীণ কী করতে পারেন!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)