Tokyo 2020: জীবনের শেষ অলিম্পিক্সে দ্বিতীয় রাউন্ডে হেরেই বিদায় নিলেন Tarundeep Rai
জীবনের শেষ অলিম্পিক্সে এরকমটা প্রত্যাশা করেননি তরুণদীপ।
নিজস্ব প্রতিবেদন: শেষটা সুখকর হলো না দেশের অভিজ্ঞ তীরন্দাজ তরুণদীপ রাইয়ের (Tarundeep Rai)। বুধবার টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) পঞ্চম দিনে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন ৩৭ বছরের সিকিমিজ তীরন্দাজ। ইজরায়েলের ইটে শ্যানির কাছে রুদ্ধশ্বাস শুট-অফে (৬-৫) হারতে হলো তরুণদীপকে। জীবনের শেষ অলিম্পিক্সে এরকমটা প্রত্যাশা করেননি তরুণদীপ।
আরও পড়ুন: Tokyo Olympics: নক আউটে PV Sindhu, স্ট্রেট গেমে হারালেন হংকংয়ের প্রতিপক্ষকে
ঝোড়ো আবহাওয়ায় এদিন ১৫ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেন তরুণদীপ। ৫-৫ টাই হয়ে যাওয়ার পর শ্যানি ১০-৯ ম্যাচ ছিনিয়ে নেন। এই নিয়ে টানা দ্বিতীয়বার অলিম্পিক্সের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন তরুণদীপ। ২০০৪ এথেন্স অলিম্পক্সে অভিষেক করা তরুণদীপ ২০১২ লন্ডন অলিম্পিক্সেও এভাবে বিদায় নিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে। এদিন সকালে প্রথম রাউন্ডে দুরন্ত খেলেন তরুণদীপ। পিছিয়ে পড়েও ইউক্রেনের ওলেকসি হানবিনের বিরুদ্ধে ৬-৪ জয় ছিনিয়ে নেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)