জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু ভারত-আফগানিস্তান তৃতীয় তথা সিরিজের শেষ টি-২০ ম্য়াচ। রোহিত শর্মা অ্যান্ড কোং ইতিমধ্যেই সিরিজ ২-০ জিতে নিয়েছে। রোহিতরা অবশ্য়ই চাইবেন আফগানদের চুনকাম করতে। অন্য়দিকে ইব্রাহিম জদরান চাইবেন শেষ ম্য়াচ জিতে, মুখরক্ষা করে দেশে ফিরতে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা। আর এই ম্য়াচেই অনন্য ইতিহাসের হাতছানি ভারতের সামনে। রোহিতও নাম লেখাতে পারেন ইতিহাসে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: R Praggnanandhaa: আনন্দের সিংহাসনে বসলেন প্রজ্ঞা! গর্বিত সচিনের আবেগি বার্তা কাড়ল নজর


আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে, দ্বিপাক্ষিক সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি হোয়াইটওয়াশ করার নজির যুগ্মভাবে রয়েছে ভারত-পাকিস্তানের। ওয়াঘারের দুই পারের ক্রিকেটীয় দেশ আটবার চুনকাম করেছে প্রতিপক্ষকে। ভারত এদিন আফগানিস্তানকে হারিয়ে দিতে পারলেই আট থেকে পা দেবে নয়ে। মুছে যাবে পাকিস্তানের নাম। ইতিহাসের দরজায় ভারত, রোহিতদের সামনে মাইলস্টোন। এর আগে বিশ্বের কোনও দেশ ন'বার হোয়াইটওয়াশ করতে পারেনি। 


রোহিতের সামনেও রয়েছে ঐতিহাসিক রেকর্ডে নাম লেখানোর সুযোগ। কিংবদন্তি এমএস ধোনির নেতৃত্বে ভারত ৭২টি টি-২০ ম্য়াচের মধ্য়ে ৪২টি ম্য়াচে জিতেছে। রোহিতের নেতৃত্বে ভারত যদি আফগানিস্তানকে চুনকাম করতে পারে, তাহলে ধোনির সঙ্গে যুগ্মভাবে দেশের সর্বকালের সফলতম টি২০ অধিনায়ক হবেন হিটম্য়ান। রোহিত ইতিমধ্য়ে টি-২০আই ফরম্য়াটে বিরাটকে ছাপিয়ে গিয়েছেন। মুম্বইকরের নেতৃত্বে ভারতের জয়ের শতকরা হার ৭৬.৭৪ শতাংশ। কোহিলর সেখানে ৬০। কোহলির ক্য়াপ্টেনসিতে ভারত ৫০টি টি২০ ম্য়াচের মধ্য়ে ৩০টি জিতেছে। 


ভারত বনাম আফগানিস্তান পিচ রিপোর্টেও একবার চোখ রাখা যাক। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ বরাবরই পাটা, এখানে বাউন্ডারি ছোট, যার ফলে এই মাঠ ব্য়াটারদের স্বর্গরাজ্য। সহজেই রান আসে ব্য়াটে। সম্প্রতি খেলা ম্যাচের কথা যদি ধরা হয়, তাহলে বলতে হবে ভারত-অস্ট্রেলিয়ার কথা। ভারত খুব সহজেই অজিদের বিরুদ্ধে ১৬০ রানের লক্ষ্য তাড়া করেছিল। এই সময়ের মধ্যে ধীরগতির বোলাররা দুই ইনিংসেই দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। এই মাঠে এখনও পর্যন্ত মোট ৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচ হয়েছে, প্রথমে ব্য়াট করা দল তিনবার জিতেছে। রান তাড়া করে জেতার সংখ্য়া নয়।


টিম ইন্ডিয়া সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শিবম দুবে, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মুকেশ কুমার ও ওয়াশিংটন সুন্দর।


আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: ইব্রাহিম জদরান (অধিনায়ক), আজমতুল্লাহ উমরজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), করিম জনাত, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি, নবীন-উল-হক, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, গুলবদিন নইব ও রেহমত শাহ


আরও পড়ুন: Shikhar Dhawan | Rohit Sharma: কৃতিত্বের সিংহভাগ বন্ধুরই! ধাওয়ানের স্মৃতিচারণায় রোহিত, চোখ ভেজাবে কথামালা


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)