নিজস্ব প্রতিবেদন: হকিতে 'সোনালী' ভারতের আভা দেখে দিচ্ছে ধীরে ধীরে! দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৪১ বছর পর হকিতে অলিম্পিক্সের সেমি-ফাইনালে উঠল ভারত। প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনকে ৩-১ উড়িয়ে দিয়ে ইতিহাস লিখলেন মনপ্রীত সিংরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৮০ সালের মস্কো অলিম্পিক্সে শেষবার ভারত সেমিফাইনালে উঠেছিল ভারত। সেটাই ছিল অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি দলের শেষ সোনার পদক। চার দশক পর ফের সোনার গন্ধ পাচ্ছে ভারত!



আরও পড়ুন: অলিম্পিক্সে ইতিহাস লিখলেন PV Sindhu, টুইট শুভেচ্ছায় ভাসলেন দেশের স্টার শাটলার


রবিবার বিকেলে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দুরন্ত হকি উপহার দিল টিম ইন্ডিয়া। মনপ্রীত-শ্রীজেশের দল যেমনি ডিফেন্স করল, তেমনই আক্রমণেও উঠল। বলা যেতে পারে টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ খেলে ফেলল ভারত।


এদিন ম্যাচের মাত্র ৭ মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় ভারত। সিমরনজিৎ সিংয়ের পাস ধরে দলকে এগিয়ে দেন দিলপ্রীত সিং। এরপর ১৬ মিনিটে স্কোরলাইন ২–০ করেন গুরজন্ত সিং।


দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে গ্রেট ব্রিটেন। ৪৫ মিনিটে পেনাল্টিতে গোল করে ব্যবধান কমান স্যামুয়েল ওয়ার্ড। এরপর ৫৭ মিনিটে হার্দিক সিংয়ের গোল গ্রেট ব্রিটেনের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। এর সঙ্গেই ইতিহাসে নাম লিখিয়ে নেয় ভারত।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)