নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলিদের সঙ্গে মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌররাও পাড়ি দিচ্ছেন বিদেশে। দেশের মেয়েরা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি করে টি-২০ ম্যাচ খেলবে ইংল্যান্ডের সঙ্গে। সিরিজের একমাত্র টেস্ট ও প্রথম ওয়ানডে ম্যাচ হবে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে। প্রথমে জানা গিয়েছিল যে মিতালিরা বিমানবন্দর থেকে সোজা ব্রিস্টলে পৌঁছে যাবেন। কিন্তু এখন জানা যাচ্ছে যে তাঁরা সাউদাম্পটনের হিলটন হোটেলেই (হ্যাম্পশায়ার বোল স্টেডিয়ামের সম্পত্তির একটা অংশ) থাকবেন পুরুষ দলের সঙ্গে। এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআই-এর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Shubman কি সচিন কন্যা Sara র সঙ্গে ডেট করছেন? স্ট্রেইট ব্যাটেই উত্তর দিলেন ক্রিকেটার


এই বিষয়ে বোর্ডের এক সিনিয়র আধিকারিক পিটিআই-কে বলছেন, "ভারতীয় মহিলা ব্রিস্টলে যাচ্ছে না। তাঁরা পুরুষ দলের সঙ্গেই সাউদাম্পটনে যাবে। ওখানেই হবে রুম কোয়েরেন্টিন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও আমাদের রুটিন পাঠায়নি যে কী করণীয় আমাদের। তবে সাউদাম্পটনে কোয়ারেন্টিন শেষ হওয়ার পরেই ভারতের মেয়েরা ব্রিস্টলে যাবে। ইসিবি-ই আমাদের পূর্ণ সূচি পাঠাবে আমাদের আইসোলেশনের প্রথম দিন থেকে সবকিছুর উল্লেখ থাকবে তারপরেই জানা যাবে।" ব্রিস্টলেও কাউন্টি গ্রাউন্ডের আশেপাশের কোনও হোটেলেই মিতালিদের রাখা হবে, যাতে তাঁদের বায়ো বাবল জোন আরও বেশি সুরক্ষিত রাখা যায়। অন্যদিকে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের সাতদিনের কোয়ারেন্টিন শেষ হয়ে গিয়েছে। এবার তাঁরা হোটেলের জিমে পুরো দমে ট্রেনিং সেশন শুরু করতে পারবেন। এমনটাই জানা যাচ্ছে।